মণিরামপুরে ঠিকাদার ও এলজিইডির দায়িত্বহীনতায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্র মুন্না

0
670

উত্তম চক্তবর্তী : যশোর জেলার মণিরামপুরে ঠিকাদারের খামখেয়ালীপনা ও এলজিইডি’র দায়িত্বহীন কর্মকান্ডে এক কলেজ ছাত্রের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। মণিরামপুর-অভয়নগরের ব্যস্ততম সড়কের শরীফ ব্রিকসের পাশে মণিরামপুর এলজিইউডি’র অধীনে ইউ-ড্রেনের কাজ গত ২ মাস আগে শেষ হলেও সড়কে খোঁড়া গর্তে মাটি ভরাট না করায় বুধবার সকালে সেখানে দূর্ঘটনায় পড়ে বোরহান কবীর মুন্না নামের এক কলেজ ছাত্র মাথায় আঘাত পান। বর্তমানে সে খুলনা গাজী মেডিকেলের আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) তার চিকিৎসা চলছে। সে মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মফিজুর রহমানের পুত্র। জানা যায়, মণিরামপুর-অভয়নগরের ব্যস্ততম সড়কে মণিরামপুর এলজিইউডি’র অধীনে ইউ-ড্রেনের কাজ গত ২ মাস আগে শেষ হলেও সড়কে খোঁড়া গর্তে মাটি ভরাট করা হয়নি। গত বুধবার ওই গর্তে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে সেখানেই দীর্ঘক্ষণ পড়ে ছিলেন মুন্না। পরে এক ট্রাক শ্রমিক মুন্নাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় সাথে সাথে সেখান থেকে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মুন্নাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে খুলনা আবু নাসের বিষেশায়িত হাসপাতালের নিউরো সার্জন ডাঃ মোঃ মহসীন আলী ফারাজীর তত্ত্বাবধায়নে চলছে মুন্নার চিকিৎসা। জানতে চাইলে ডাঃ মহসীন আলী ফারাজি বলেন, আঘাতে মুন্নার মাথায় রক্ত জমে আছে। এখনো অচেতন অবস্থায় থাকায় এসব রোগীর ক্ষেত্রে ৪৮ থেকে ৭২ ঘন্টা পার না হলে কিছু বলা যাবে না। মুন্নার পিতা মফিজুর রহমান জানান, এসএসসি পাশ করে মুন্না সিংগাপুরে যায়। সেখানে একটি কোম্পানির আইটি সেক্টরে কাজ করতো মুন্না। কিন্তু আবারো পড়ালেখা করতে গত বছর দেশে ফিরে আসলে তাকে যশোরের একটি প্রকৌশল মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়। স্বপ্ন ছিল লেখাপড়া করে সে একজন দক্ষ প্রযুক্তিবিদ হবেন। এছাড়া পড়াশোনার পাশাপাশি খুলনার একটি বেসরকারি কোম্পানিতে আইটি বিভাগে চাকরি করতেন তিনি। বুধবার মোটরসাইকেলে যোগে কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে ফিরে আসার পথে মনিরামপুরের হোগলাডাঙ্গা গ্রামের ওই সড়কের গর্তে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান। মুন্নার চাচা সেলিম রেজা জানান, বর্তমানে মুন্না খুলনা গাজী মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি রয়েছে। চিকিৎসকরা জানিয়েছে ৪৮ ঘন্টা পার না হলে কিছুই বলা যাবে না। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য মুন্নাকে ঢাকায় নেয়া হতে পারে। এদিকে গতকাল বৃহস্পতিবার সরেজমিন দূর্ঘটনাস্থলে গেলে দেখা যায় ওই ব্যস্ত সড়কের ইউ-ড্রেন নির্মাণের অর্ধেকের বেশী অংশ প্রায় ছয় ফুটের খাড়া গর্ত খুঁড়ে রাখা রয়েছে। এসময় উপস্থিত ইটভাটা শ্রমিক আলমগীর হোসেন জানায়, গত প্রায় ৩ মাস আগে সড়ক খুঁড়ে রাখা হয়েছে। প্রায় প্রতিদিন সেখানে দূর্ঘটনা ঘটে চলেছে। জানতে চাইলে ওই কাজের তদারকি কর্মকর্তা (এসও) সুখেন্দ্র কিশোর বিশ্বাস দাবি করেন, বার বার তাগিদ দেয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে মাটি দিয়ে ভরাট করেনি। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার প্রিন্সের সাথে মোাবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। যে কারনে তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান বলেন, সেখানে অনেক আগেই মাটি দেয়ার কথা। এ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম সিদ্দিকী বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here