মণিরামপুর পৌরসভাকে ‘ক’ শ্রেনিতে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

0
284

মণিরামপুর(যশোর)অফিস : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের স্বপ্ন বাস্তবে রুপান্তর করার জন্য মণিরামপুর পৌরসভাকে উন্নয়নের দিক দিয়ে খ শ্রেনি ক শ্রেণিতে উন্নীত করা হবে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের কাতারে তুলে ধরতে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সকল অশুভ শক্তি রুখে দিয়ে দেশের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে হবে।
তিনি ৩রা জুলাই বুধবার বেলা ১২ টার দিকে মণিরামপুর পৌরসভা চত্বরে হাইড্রোলিক ডাম্পিং ট্রাক উদ্বোধন ও পৌরসভার উন্নয়ন প্রকল্প ঘোষনাকালে প্রধান অতিথির বক্ত্যব্যে এসব কথা বলেন।
মণিরামপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও পৌর সচিব কামাল হোসেনর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব আহসান উল্লাহ শরিফী, জেলা পরিষদের পৌর মেয়র গৌতম চক্রবর্তী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মুরাদুজ্জামান মুরাদসহ বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here