মণিরামপুর হাসপাতালে চিকিৎসা সেবা ভাল নেই , শুধু ভোগান্তি রোগীদের

0
586

উত্তম চক্তবর্তী,মনিরামপুর(যশোর): যশোরের মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের । বৃহত্তর এ উপজেলার একমাত্র হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে চরম হতাশ উপজেলাবাসী । চিকিৎসা সেবা নেই বললেই চলে । হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা মানুষ সেবার নামে পাচ্ছেন দুর্ভোগ । স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদের কর্মচারী দিয়ে চলছে রোগীর চিকিৎসা সেবা । এ অবস্থা থেকে পরিত্রাণ চান ভুক্তভোগী মানুষ । এদিকে দিনে একবার রান্না করা হয় । সেই খাবার রোগীদের সরবারহ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে । ভুক্তভোগীরা বলছেন এ অবস্থায় উপরিমহলের হস্তক্ষেপ প্রয়োজন । এ অবস্থার জন্য প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ জরুরি বলে মনে করেন হাসপাতালের প্রধান চিকিৎসক ।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালে যেসব চিকিৎসক দায়িত্বে আছেন তারা দায়িত্ব যথাযথ পালন করলে নতুন নিয়োগ ছাড়াই এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব । তবে বর্তমান চিকিৎসা সেবারমান নিয়ে এসবের জন্য ভুক্তভোগীরা দুষছেন হাসপাতালের প্রধান কর্মকর্তা ডাঃ আব্দুল গাফ্ফারকে । সরেজমিন বেলা সাড়ে ১১ টায় হাসপাতালে গেলে এসব অনিয়মের চিত্র চোখে পড়ে । ঘড়ির কাটায় তখন ১২টা ছুঁই ছুঁই । আউট ডোরে রোগীদের প্রচন্ড ভীড় চোখে পড়লো । কিন্তু রোগী দেখছেন স্যাকমো আনিচুর রহমান । কথা হয় তার সাথে । তিনি বলেন কাল রাতে ডিউটি পালন করে এখন আবার রোগী দেখছি । পাশের কক্ষে রোগী দেখছেন সদ্য যোগদানকারী চিকিৎসক শফি উল্ল্যা সবুজ । তিনি নতুন আসায় তেমন রোগী তার কাছে ভীড়ছেন না । ঘড়ির কাটায় তখন সোয়া ১২টা । গাইনী বিভাগের চিকিৎসক রেবেকা সুলতানার কক্ষের সামনে প্রসুতি ও গর্ভবতী মা’সহ নারী রোগীর ভীড় লক্ষনীয় । এ সময় তার কক্ষের দরজায় তালা ঝুলতে দেখা যায় । পরে তার পাশের প্যাথলজী কক্ষেও তালা ঝুলানোর একই চিত্র চোখে পড়ে । পাশের কক্ষের আফসানা নামের এক স্যাকমো জানালেন, প্যাথলজিষ্ট আনিচুর রহমান ৭ দিনের প্রশিক্ষণে ঢাকাতে অবস্থান করছেন এবং গাইনী চিকিৎসক রেবেকা সুলতানা ছুটিতে আছেন । এ সময় গাইনী ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসা জান্নাতী বেগম, তানিয়া সুলতানাসহ অনেকেই ক্ষোভ করে জানালেন, সকাল ১০ টায় এখানে এসেছি । দু’ঘন্টা পরে জানতে পারলাম তিনি আজ আর আসবেন না । এরই মধ্যে আউট ডোরে চিকিৎসা নিতে আসা ফারুক হোসেন নামের এক ব্যক্তির বকাঝকার কথা শুনে তার কাছে এগিয়ে গেলে তিনি অভিযোগ করে বললেন, গরীব মানুষ হাসপাতালে এসেছিলাম ডাক্তার দেখিয়ে ফ্রি ঔষধ নেয়ার আশায় । কিন্তু ডাক্তার ৪ প্রকারের ঔষধ লিখলেও দেয়া হয়েছে মাত্র এক প্রকারের । বাকী ৩ প্রকারের ঔষধ নেই বলে জানিয়ে দেয়া হয় তাকে । এ সময় এ প্রতিবেদক বিষয়টি খোঁজ-খবর নিতে নিজেই রোগী সেজে চিকিৎসকের নিকট থেকে প্রেসক্রিপশন করিয়ে ফ্রি ঔষধের স্লিপ নিয়ে ঔষধ সরবারহ কক্ষে দায়িত্বরত পরিতোষের কাছে যান । এ সময় স্লিপটি ধরিয়ে দিলে তিনি এক প্রকারের ঔষধ দিয়ে কড়া ভাষায় জানিয়ে দিলেন ‘রেনিটিড’ শেষ হয়ে গেছে । জানতে চাইলে দায়িত্বরত পরিতোষ জানালেন, প্রতিদিন তাকে হাসপাতাল থেকে ১২০ পাতা ঔষধ (রেনিটিড) সরবারহ করা হয় । এক পর্যায় পরিচয় জানতে পেরেই ডাক্তার ১ পাতা লিখলেও তিনি খুশি করতে ৩ পাতা ধরিয়ে দেন এ প্রতিবেদককে । এ ঔষধ কোথা থেকে এলো জানতে চাইলে তিনি বলেন, ভাই বুঝেন তো সকলের ক্ষেত্রে তো এক রকম করা যায় না ! এরপর দুপুর ১২ টা ৪৫ মিনিটে যাওয়া হয় জরুরী বিভাগে । এসময় সেখানে রোগী দেখছিলেন ইফতেখার রসুল নামের অপর একজন স্যাকমো । তার কাছে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকের নাম জানতে চাইলে তিনি বলেন, স্যারের (হাসপাতাল প্রধান) কাছে শোনেন । পরে জানা গেলো এদিনে জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন, ডা: জেসমিন সুমাইয়া । কিন্তু তিনিও তার কর্মস্থলে আসেননি বলে জানা গেল । পরে আরো জানা গেল ছুটিতে আছেন আবাসিক মেডিকেল অফিসার ডা: রেহনেয়াজ, ডা: জি এম তৌহিদসহ অনেকেই । এরপর যাওয়া হয় হাসপাতালের পুরুষ ওয়ার্ডে । এ সময় পুরুষ ওয়ার্ডের আব্দুল গফফার, আব্দুর সামাদ এবং রোগীর স্বজন নাছিমা, ছায়েরা বেগমসহ অনেকেই অভিযোগ করলেন, কাল (বুধবার) সকালে দু’মুঠো চিড়া, এক চিমটি চিনি ও ছোট্ট এক পিচ কলা এবং দুপুরে পেঁপের তরকারী ও পাতলা ডাল এবং রাতেও ওই দুপুরের রান্না খাবার দেয়া হয়েছে। জানতে চাইলে হাসপাতালের খাবার সরবারহকারী (ঠিকাদার) ইসমাইল হোসেন দাবি করেন, তিনি শুধু খাদ্য সামগ্রী সরবারহ করেন, এরপর রান্নাবান্নাসহ খাবার পরিবেশনের দায়িত্ব হাসপাতাল কর্তপক্ষেরা। এরপর দুপুর ১ টার দিকে ডা: রাজিব পালের সাক্ষাত মিললো । তিনি জানান, তার ডিউটি দুপুর আড়াই টা থেকে শুরু । জানতে চাইলে হাসপাতাল প্রধান ডা: আব্দুল গাফ্ফার বলেন, ভাই শনিবার অফিসে আসেন, চা খেতে খেতে কথা হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here