মধুসূদন পদক পেলেন ড.সাইমন জাকারিয়া

0
874

উৎপল দে,কেশবপুর : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে শিল্পকলা একাডেমী কেশবপুর উপজেলা শাখার আয়োজনে ও মধুসূদন একাডেমীর সহযোগিতায় সকালে মধুকবির জন্মস্থান সাগরদাঁড়ির মধুপল¬ীতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুসূদন একাডেমী পুরষ্কার গ্রহণ করেন বাংলা একাডেমীর সহপরিচালক ড.সাইমন জাকারিয়া।
সাগরদাঁড়ি মধুপল¬ী চত্বরে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল। মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ টেলিভিশনের পরিচালক(বার্তা) কবি নাসির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও গবেষক ও অধ্যাপক ড.মোস্তফা তারিকুল আহসান,প্রাক্তন অধ্যাপক প্রফেসর আব্দুল মান্নান, প্রতœতত্ত অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা,লেখক ও সহকারি অধ্যাপক ড. তানভির দুলাল, কলকাতার অভিনেতা ও বাচিকশিল্পী রামগোপাল চট্টোপাধ্যায়। আলোচনায় অংশ নেন ডা আমানত আলী, কবি ও অনুবাদক সুহৃদ সরকার, কবি ও সাং®কৃতিক সংগঠক কাসেদুজ্জামান সেলিম,শিল্পকলা একাডেমীর সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী,প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্ত।অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মধুসূদন একাডেমীর পরিচালক কবি খসরু পারভেজ। দ্বিতীয় পর্বে মধুসূদন পদক বিতরণ ,নাটক ও সাং®কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে মধুকবির ১৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের পরিচালক উৎপল দের সভাপতিত্বে প্রদান অতিথির বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান মদন সাহা অপু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here