মনিরামপুরে আধুনিকতার ছোয়ায় বিলীনের পথে বাংলার ঐতিহ্য ও গৌরবের নিদর্শন মৃৎশিল্প

0
410

বিশেষ প্রতিনিধি :আমিতো এসেছি চর্ষাপদের অক্ষর গুলো থেকে, আমিতো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমিতো এসেছি কৈবর্তের বিদ্রোহ গ্রাম থেকে, আমিতো এসেছি পাল যুগ নামে চিত্রা কলা থেকে…। কবি এই কথা মালায় বাংলার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনবদ্য রুপ ভেসে উঠেছে। বাংলাদেশ এক রুপ ও বৈচিত্রময় দেশ। এদেশে হাজার রকমের সংস্কৃতি পালন করা হয়। মৃৎশিল্প যার মধ্যে অন্যতম একটি নিদর্শন। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্পের রুপকার কুমোররা। যারা হিন্দু সম্প্রদায়ভূক্ত পাল পদবিতে পরিচিত। তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছেন। যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় অসম্ভব শৈল্পিক দক্ষতা আর মনের মধ্যে লুকায়িত মাধুর্য দিয়ে নিজ হাতে হাড়ি-পাতিল, চাড়ি, কলস, বদনা, ফুলের টপ, ফুলদানি, জীবজন্তু, পাখির অবয়ব, ঘটি-বাটি, প্রতিমা, মাটির ব্যাংক, শোপিস, পিঠা তৈরির ছাচসহ নানা রকম খেলনা কুমোররা উপহার হিসেবে তৈরি করে থাকে। এক সময় গ্রামের প্রত্যেক বাড়ীতে মাটির জিনিসপত্রের ব্যবহার বেশী হতো। ধনী গরিব প্রত্যেক বাড়ীতে শোভা পেত পরিবেশ বান্ধব এই মাটির তৈরি শিল্প। কিন্তু কালের বিবর্তনে বিলীনের পথে বাংলার প্রচীন ঐতিহ্য এ মৃৎশিল্প। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মৃৎশিল্প হারিয়ে যাওয়ার পিছনে রয়েছে- চাহিদা কম, জালানি সংকট, আয়ের সাথে ব্যায়ের অসংগতি, ঋন প্রাপ্তিতে জটিলতাসহ নানা কারণে মুখ থুবড়ে পড়েছে গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্য মৃৎশিল্প। পাশাপাশি আধুনিকতার ছোয়ায় প্লাস্টিক, স্টিল, ম্যালামাইন, সিরামিক ও সিলভারসহ নানা ধরনের সাংসারিক জিনিসপত্র তৈরিতে বিলীনের পথে ঐতিহ্যবাহী এই শিল্প।কয়েকজন কুমারের সাথে কথা জানা যায়, আধুনিকতার ছোয়ায় উপজেলার অনেক কুমোররা পেশা পরিবর্তন করে ঝুকে পড়েছে অন্য পেশায় বা পাড়ি জমিয়েছে অন্য দেশে। তারপরও জরাজীর্ণ কিছু কুমোর পরিবার ধরে রেখেছে বাপ-দাদার এই পেশাকে।উপজেলার আশপাশ কিছু এলাকায় এখনো চোখে পড়ে পানিতে মেশানো নরম কাঁদা চাকার উপরে ঘুরিয়ে তৈরি করছে সংসারে ব্যবহৃত হাড়ি-পাতিলসহ বিভিন্ন ধরণের জিনিসপত্র। লাভহীন এই পেশাকে বর্তমানে বাপ-দাদার পেশা রক্ষায় আকড়ে রেখেছে মুষ্টিমেয় কিছু কুমোর পরিবার। যাদের অনেকেই অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে।এ বিষয়ে অভিজ্ঞ মহলের ধারণা, মৃৎশিল্প বাচিয়ে রাখার জন্য আমাদের মাটির তৈরি জিনিসপত্র ব্যবহারে এগিয়ে আসতে হবে। এর বাজার সৃষ্টি করতে হবে। তাছাড়া সরকারি পৃষ্টপোষকতা একান্ত জরুরী। কুমার সম্প্রদায়কে উৎসাহ প্রদানের পাশাপাশি আর্থিক সহায়তা দিলে মাটির তৈরি মৃৎশিল্পের সোনালী দিন আবার ফিরে পাওয়া সম্ভব বলে সচেতন মহল মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here