মনিরামপুরে নৌকার বিজয়

0
389

নিজস্ব প্রতিবেদক : যশোরের মনিরামপুরে নৌকা প্রতিক নিয়ে নাজমা খানম এগিয়ে গেছে বলে জানা গেছে। বেসরকারি ফলাফল অনুযায়ী এ উপজেলায় নাজমা খানম নৌকা প্রতিক নিয়ে জয় লাভ করেছেন।

কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে যশোরের মণিরামপুর উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ১শ’২৬ কেন্দ্রে এ ভোট গ্রহন চলে।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমা খানম নির্বাচিত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জলি আক্তার নির্বাচিত হয়েছেন বলেও দলীয় সূত্রে জানাগেছে।

তবে, উপজেলা নির্বাচন অফিস সূত্রে এখনো পুরো ফলাফল প্রকাশ করা হয়নি।

সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমান জানান, এ পর্যন্ত উপজেলা নির্বাচন নিয়নন্ত্রন কক্ষে ১২৬ কেন্দ্রের মধ্যে ৮৬টি কেন্দ্রের ফলাফল তাদের কাছে পৌছেছে। এতে নৌকা প্রতীকের প্রার্থী নাজমা খানম ৫৩৬৮৭, স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৪৩০০ ও অপর স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান খান আনারস প্রতীক ৭৪৬০ ভোট পেয়েছেন। অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে উত্তম চক্রবর্তী বাচ্চু ৪১৪১৪, চশমা প্রতীক নিয়ে মিকাইল হোসেন ১৭৬৮৬, টিউবওয়েল প্রতীক নিয়ে সন্দীপ ঘোষ ১৩৮২০ এবং মাইক প্রতীক নিয়ে হাশেম আলী ৭৪২ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে জলি আক্তার ৫৪১৪১, বল প্রতীক নিয়ে রীতা পাড়ে ১৪৫৬১ এবং হাঁস প্রতীক নিয়ে আসমাতুন্নাহার ৩৭০৩ ভোট পেয়েছেন।

এদিকে পুরো ফলাফল পেতে রাত ১১ টা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে উপজেলা নির্বাচন নিয়ন্ত্রন কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here