মনিরামপুর উপজেলার প্রথম চেয়ারম্যান লুৎফর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত

0
473

উত্তম চক্রবর্তী : মনিরামপুর উপজেলার প্রথম উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এস এম লুৎফর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। মরহুম এর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গল বার সকালে হানুয়ার লুৎয়র রহমান স্মৃতি উন্নয়ন সমিতি সকাল ৬টায় মাজার জিয়ারত , দোয়া মাহফিল ও মরহুমের জীবনীর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আলহাজ আবুল কালাম সরদারের সভাপতিত্বে আলোচনা করেন,হাফেজ আশরাফুজ্জামান,নুর নবী হোসেন (নান্নু),আবুল বাশার প্রমুখ। অনুরুপ রাজগঞ্জ ডিগ্রী কলেজে এস এম লুৎফর রহমানের ৩০তম শাহাদৎ বাষির্কী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়। এই দিন শিক্ষক ,শিক্ষাথীবৃন্দ ও এলাকার সুধিসমাজ, সকাল ৯টায় কালো ব্যাজ পরে রাজগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে রাজগঞ্জ ডিগ্রী কলেজ হল রুমে মরহুমের স্বরনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ ,আরো বক্তব্য রাখেন,যশোর জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন,সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রাক্তন এ সহ-অধ্যাপক কফিল উদ্দিন আহম্মেদ,প্রফেসার লুৎফর রহমান,স্বদেশ মুখা্্জ,িমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,আবুল হোসেন (অনটু),টি এন টি র আব্দুল মাজিদ,মরহুমের ছোট ভাই এস এম রবিউল ইসলাম। অনুষ্ঠান টি পরিচালনা করেন, রফিকুল ইসলাম পাশা। উল্লেখ: ১৯৮৭ সালের এই দিনে বানভষি মানুষের জন্য ত্রান আনতে গিয়ে যশোর থেকে ফিরার পথে যশোরের বকচর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here