মহানবীকে ‘কটূক্তি’, যবিপ্রবির ছাত্রত্ব বাতিল হওয়া মিঠুন আটক

0
338

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর, কটূক্তিপূর্ণ মন্তব্যের জেরে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রত্ব খোয়ানো মিঠুনকুমার মণ্ডলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার মধ্যরাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নারিকেলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
মিঠুন মণ্ডল (২২) দেবহাটা উপজেলার নারিকেলী গ্রামের জুগল মণ্ডলের ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, মিঠুন মণ্ডল যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গ্রামের বাড়ি দেবহাটায় ছিলেন তিনি। ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর ও কটু মন্তব্য করায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ দুপুরেই মিঠুন মণ্ডলের ছাত্রত্ব বাতিল করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দেশের চলমান ধর্ষণ পরিস্থিতি নিয়ে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করছেন। তেমন এক ব্যক্তির প্রতিবাদ কমেন্টে মিঠুন মণ্ডল তার ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ। তার স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রশাসনের দৃষ্টিতে আসে। এরপর তাকে আটক করা হয়।