মহেশপুরে আভ্যন্তরীন কোন্দলের জেরে আ’লীগ ও ছাত্রলীগ নেতাকে মারপিট

0
395

ঝিনাইদহ সংবাদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার রুলি ম্যাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার দুপুরে ৮ নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মহেশপুর উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল মালেককে মারপিট করেছে স্থানীয় আ’লীগের মাসুদ গ্রুপ। শিক্ষক নিয়োগ ও স্কুল কমিটির নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ গ্রুপ এই হামলা চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক তার উপর হামলার কথা স্বীকার করে বলেন, রুলি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামানের সাথে কথা বলে স্কুল থেকে বেরিয়ে আসার সময় প্রতিপক্ষ মাসুদ গ্রুপের লোকজন তার উপর হামলা চালায়। এ সময় সঙ্গে থাকা চেয়ারম্যানের ভাতিজা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিটুকেও মারধর করা হয়। আব্দুল মালেক রুলি স্কুল পরিচালনা কমিটির সভাপতি। ইউপি চেয়ারম্যান মালেক আরো জানান, এ নিয়ে তিনি কোন মামলা করবেন না। দলীয় নেতাদের কাছে তিনি বিচার দিয়েছেন। এদিকে নৌকা প্রতিক নিয়ে পরাজিত আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামানের কাছে মামলা পরিচালনার জন্য মালেক ৪০ হাজার টাকা দাবী করে। এ সময় তিনি সেখানে উপস্থিত হয়ে কারণ জানতে চাইলে মালেক তার উপর হামলার চেষ্টা চালায়। তিনি আরো জানান, রুলি স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে। একজন প্রার্থী এই মামলা করেছেন। তবে মালেকের অভিযোগ সভাপতি না হতে পেরে মাসুদ এই মামলা করিয়েছেন। এতে স্কুলের নিয়োগ বন্ধ হয়ে আছে। বিষয়টি নিয়ে মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, আভ্যন্তরীন কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রাখতে ভৈরবা বাজারে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here