মাগুরায় বন্দুকযুদ্ধে নিহত আদিব যশোর শাহিন ক্যাডেট একাডেমির ৯ম শ্রেণির ছাত্র

0
596

এম আর মাসুদ : যশোর অঞ্চলে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৯ ডাকাতের মধ্যে ২ জনের পরিচয় মিলেছে। এদের এক জন হল যশোরের ঝিকরগাছার স্কুলছাত্র সৈয়দ আদিব কাদির (১৪) অপরজন হল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার উজ্জল হোসেন রাফি (২৪)। গতকাল দুপুর দেড়টার দিকে মাগুরা পৌর কবরস্থান থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ফারুক আহমেদের উপস্থিতিতে আদিবের লাশ উত্তোলন করে বিকেলে পারিবারিক কবরস্থানে ফের দাফন করা হয়েছে। সৈয়দ আদিব কাদির ঝিকরগাছা পৌর সদরের পুরন্দরপুর বিহারীপাড়ার সৈয়দ মনিরুল কাদির পলাশের ছেলে ও যশোর শাহিন ক্যাডেট একাডেমির ৯ম শ্রেণির ছাত্র। আদিবের মা জেসমিন আক্তার জানান, স্কুল ছুটি থাকায় আদিব বাড়িতে ছিল। গত ১২/১৩ দিন আগে সে বাড়ির পাশে ভাড়া থাকা উজ্জল হোসেন রাফির সাথে বেড়াতে যায়। তার পরের দিন থেকে সে নিখোঁজ ছিল এবং মোবাইল ফোন বন্ধ ছিল। গত ২০ জানুয়ারি ঝিকরগাছার চাঁপাতলা মাঠ থেকে ২ ডাকাত ও পরের দিন যশোরের বাঘারপাড়া এবং মাগুরা জেলার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মাঠ থেকে বন্ধুকযুদ্ধে নিহত ৪ ডাকাতের লাশ উদ্ধার করে পুলিশ। ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে বন্দুকযুদ্ধে এরা মারা গিয়েছিল বলে সে সময় পুলিশ দাবি করেছিল। পরে বেওয়ারিশ হিসেবে আবিদের লাশ মাগুরা পৌর কবরস্থান দাফন করা হয়। গত সোমবার পত্রিকায় ছবি দেখে আদিবের লাশ সনাক্ত করে পরিবার। এরপর আইনি প্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদিবের লাশ ফের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আদিবের প্রতিবেশী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার জানান, আদিব শান্ত শিষ্ট স্বভাবের ছেলে। সে ভাড়াটিয়া রাফির সাথে চলাফেরা করত। একই এলাকার শুকুর মিস্ত্রি জানান, ভাড়াটিয়া রাফিকে অনৈতিক কাজের জন্য ৭ মাস আগে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়। রাফির গোপালগঞ্জে বাড়ি, তাছাড়া আর কোন পরিচয় এলাকাবাসী জানেনা। এলাকাবাসী আরো জানান, বছর তিনেক আগে রাফি ওরফে উজ্জল হোসেন পুরন্দরপুর বিহারীপাড়ায় বামনআলীর শামসু মেম্বারের বাড়ি ভাড়া নেয়। এক পর্যায় সে এলাকায় নানা অপরাধসহ কিশোর ছেলেদের দিয়ে অপকর্ম চালাত। সর্বশেষ ৭ মাস আগে সে একটি নারী ঘটিত কেলেঙ্কারী করলে এলাকাবাসী তাকে ওই এলাকা থেকে তাড়িয়ে দেয়। এর পর সে গদখালীর নীলকণ্ঠনগর গ্রামে মানিক মিয়ার বাড়িতে ভাড়া থাকত। তথ্যনুসন্ধানে জানাগেছে, রাফি ওরফে উজ্জল হোসেনের দুলাভাই ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের উম্মত শেখের ছেলে সফিউদ্দীন সুপ্পিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here