মাগুরা মহম্মদপুর উপজেলার পাঁচটি অবৈধ ইটভাটা ও একটি রেষ্টুরেন্টে অভিযান আড়াই লাখ টাকা জরিমানা

0
543

পরিবেশ অধিদপ্তর যশোর কার্যালয়ে জনবল অভাবের মধ্যে মোবাইল কোর্ট

এম আর রকি : পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় অননুমোদিত ও অবৈধভাবে নির্মিত ৫টি ইটভাটা ও একটি খাবার হোটেল এন্ড রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে ২লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাথে উক্ত ইটভাটার মালিককে অবৈধভাবে নির্মিত ইট ভাটাগুলির কার্যক্রম বন্ধ রাখার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। ইট ভাটাগুলি অননুমোদিত ও অবৈধভাবে নির্মিত ড্রাম চিমনী ব্যবহার হচ্ছিল।
পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা জানান,গত ২২ জানুয়ারী মঙ্গলবার সকাল থেকে মহম্মদপুর উপজেলার নির্বাহী অফিসার আশিকুর রহমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদাসহ অননুমোদিত ও অবৈধভাবে নির্মিত ইট ভাটার উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মহম্মদপুর উপজেলার এলাংখালী ঘাট গ্রামে নির্মিত মেসার্স নদী ব্রিক্স এর সত্বাধিকারী ফয়সাল আহমেদ এর ইট ভাটাটি অননুমোদিত ও অবৈধভাবে নির্মিত ড্রাম চিমনী হওয়ায় মোবাইল কোর্টের বিচারক ৫০ হাজার টাকা জরিমানা ও ভাটার কার্যক্রম বন্ধ রাখার মৌখিক নির্দেশ প্রদান করে। এর পর পার্শ্ববর্তী এসটিসি বিক্স এর স্বত্বাধিকারী মোসাঃ চায়না পারভীনের ইটভাটাটি অননুমোদিত ও অবৈধভাবে নির্মিত ড্রাম চিমনী হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানাসহ ভাটার কার্যক্রম মৌখিকভাবে বন্ধর নির্দেশ প্রদান করেন। এভাবে পর্যায়ক্রমে মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মেসার্স শরীফ বিক্সের স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা,পাশ্ববর্তী মেসার্স আসিব বিক্সের স্বত্বাধিকারী হাফিজুর রহমানকে ৫০ হাজার টাকা,একই উপজেলার কানুটিয়া গ্রামের মেসার্স সোয়েব ব্রিক্সের স্বত্বাধিকারী শহীদুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন সংরক্ষণ করার অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক মহম্মদপুর উপজেলার জননী হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর স্বত্বাধিকারী বাবু বিশ্বাসকে ২৫ হাজার টাকা অর্থদন্ধ ও রেষ্টুরেন্টের কার্যক্রম বন্ধ রাখার মৌখিক নির্দেশ প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সূত্রগুলো জানান,জনবল পর্যাপ্তর অভাবে যশোরসহ চার জেলায় পরিবেশ বিঘিœত হলেও অভিযান চালানোর জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। অত্র কার্যালয়ের অধীনে নড়াইল,মাগুরা ও ঝিনাইদহ জেলা রয়েছে। অথচ অত্র কার্যালয়ে তিনজন কর্মকর্তা ও কয়েকজন কর্মচারী রয়েছেন। এর মধ্যে সম্প্রতি একজন পরিদর্শক বদলীর খবর শোনা গেছে। সূত্রগুলো আরো জানিয়েছেন,মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা ছাড়াও অন্যান্য উপজেলা এলাকায় যে সব ইট ভাটা রয়েছে সেগুলির কার্যক্রম সম্পূর্ন পরিবেশ বিঘিœত হচ্ছে। শুধু মাত্র জনবলের অভাবে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম বিঘিœত হচ্ছে বলে মনে হচ্ছে।এ ব্যাপারে সরকারের পরিবেশ ও বন মন্ত্রালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন চার জেলার শান্তিপ্রিয় মানুষ ও পরিবেশ বিদরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here