মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান ও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের জিরো টলারেন্স ঘোষনা মুখ থুবড়ে পড়ার উপক্রম !

0
432

যশোরে পুলিশ একই স্থানে র্দীঘদিন দায়িত্ব পালনের সুযোগে চোরাচালানী ও মাদক আসা বন্ধ হচ্ছে না

এম আর রকি যশোর : কোতয়ালি মডেল থানা ও থানার অর্ন্তগত পুলিশ ক্যাম্প, ফাঁড়ি পুলিশ ছিমিয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান ও পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষের জিরো টলারেন্স ঘোষনা মনে হয় মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া, যশোর জেলার সীমান্তবর্তী থানা,ক্যাম্প,ফাঁড়িসহ জেলার বিভিন্ন থানা,ক্যাম্প ও ফাঁড়ি গুলিতে র্দীঘদিন চাকুরী করার সুযোগে চোরাচালানী ও মাদক আসা বন্ধ করা যাচ্ছে না। গতকাল শনিবার সদর পুলিশ ফাঁড়ির একজন এটিএসআই এক যুবককে মাত্র ১৫পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকের নাম সাঈদ শেখ। সে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের ইবাদত শেখের ছেলে। সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই অনিমেষ বিশ্বাস শনিবার ২ জুন বেলা সোয়া ১১ টায় যশোর শহরের মনিহার সিমেনা হলের সামনে থেকে আটক দেখিয়েছে। এ সময় তার দখল হতে ১৫পিস ইয়াবা উদ্ধার দেখায়।এছাড়া,কোতয়ালি মডেল থানায় কর্মরত ২৬ জন এসআই, ৩৮ জন এএসআই ও পর্যাপ্ত পুলিশ কনস্টেবল দায়িত্ব পালন করছেন। এএসআইদের মধ্যে নারী এএসআই রয়েছে ৫জন। নারী এএসআই কোতয়ালি মডেল থানায় ডিউটি অফিসারের সহকারী ও ঈদ উপলক্ষ্যে যশোর বাজারের বিভিন্ন পয়েন্টে উিউটিতে রাখা হয়েছে। এসআইদের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন তারা মামলা তদন্ত নামে বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে পড়েন। অথচ সরকার কর্তৃক মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকলেও কোতয়ালি মডেল থানা ও থানার অর্ন্তগত পুলিশ ক্যাম্প,ফাঁড়ি গুলিতে যারা দায়িত্ব পালন করছেন তারা মাদক উদ্ধারে তেমন সফলতা রাখতে পারছেনা বলে শনিবার ২ জুন কোতয়ালি মডেল থানার এজাহার বই পর্যালোচনা করলে বেরিয়ে আসবে এর বাস্তব চিত্র। সূত্রগুলো আরো জানিয়েছেন,ঈদ উপলক্ষ্যে জেলার বড় বড় মাদক ব্যবসায়ী ও চোরাচালানীরা রয়েছে সক্রিয়। তারা পুলিশের কতিপয় অর্থলোভীদের সাথে অতি গোপনে যোগাযোগ রেখে তাদের কারবার চালিয়ে যাচ্ছে। যার ফলে গত দুই সপ্তায় চোরাচালানীর একটিও চালান ও মাদকের বড় চালান উদ্ধার হয়নি। গ্রেফতার হয়নি মাদক ব্যবসায়ীদের হোতা কিংবা গড ফাদারগন। সরকারের ঘোষনায় এ যাবত যারা ধরা পড়েছে তারা অতি নিন্ম পর্যায়ের। এরা মাদক বহনের দায়িত্ব পালন করেন। অথচ মাদকের বড় চালান যারা ক্রয় করেন তারা সব সময় থেকে যায় ধরা ছোয়ার বাইরে। সূত্রগুলো আরো জানিয়েছেন,সীমান্তবর্তী থানা,পুলিশ ক্যাম্প, ফাঁড়ি ও জেলার বিভিন্ন থানা গুলিতে যে সব পুলিশ পরিদর্শক,এসআই,এএসআই ও কনস্টেবল দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে যারা একই স্থানে র্দীঘ ৩ থেকে তার অধিক সময় ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের কারনে মাদক ও চোরাচালানের চালান জব্দ করা সম্ভব নয়। তার কারণ র্দীঘদিন একই স্থানে থাকার ফলে মাদক ও চোরাচালানীদের সাথে সখ্যতা গড়ে ওঠায় মাদকের ব্যবসার সাথে পুলিশের কর্তা থেকে শুরু করে সাধারণ সদস্যরা জড়িয়ে পড়েন। তাই অবিলম্বে যে সমব কর্মকর্তা একই স্থানে বিভিন্ন ভাবে ২এর অধিক সময়কাল দায়িত্ব পালন করছেন তাদের ব্যাপারে খতিয়ে দেখার আহবান জানিয়েছেন যশোরের বিভিন্ন পেশার মানুষের ন্যায় পুলিশের সৎ ও যোগ্য কর্মকর্তাদ্বয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here