মান্নার পাসপোর্ট ফেরত দিতে আপিল বিভাগের নির্দেশ

0
294

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বিদেশে চিকিৎসা গ্রহণের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তার পাসপোর্ট ফেরত দেয়ার জন্য ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

আদেশে বলা হয়েছে, তিন মাসের মধ্যে চিকিৎসা গ্রহণ করে তাকে দেশে ফিরতে হবে। দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে ওই পাসপোর্ট পুনরায় সিএম আদালতে জমার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মান্নার পক্ষে আইনজীবী ইদ্রিসুর রহমান ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির শুনানি করেন।

এর আগে পৃথক দুটি ফোজধারী মামলায় পাসপোর্ট জমা দেয়াসহ কিছু শর্তে মান্নাকে জামিন দিয়েছিল আপিল বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here