মার্চের দ্বিতীয় সপ্তাহের পর থেকে যশোর সদরের নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌছাবে

0
709

এম আর রকি : মার্চ মাসের দ্বিতীয় সপ্তার পর থেকে যশোরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হবে। গতকাল রোববার যশোর সদর উপজেলা নির্বাচন কমিশনার দায়িত্বে থাকা আব্দুর রশিদ এ তথ্য জানিয়েছেন।
সদর উপজেলার নির্বাচন অফিস সূত্রে জানাগেছে,স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে দেশব্যাপী ভোটারগনের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র পৌছানোর লক্ষে মুদ্রণ ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে দেশের ৩৭টি জেলার সদর উপজেলা এলাকায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। অবশিষ্ট ২৭টি জেলার সদর উপজেলা এলাকার জন্য মুদ্রণ করে সংশ্লিষ্ট উপজেলা গুলিতে প্রেরণ করা হয়েছে। আগামী ২২ ফেব্রæয়ারীর মধ্যে বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য সকল প্রস্তুতি গ্রহনের পাশাপাশি মার্চের দ্বিতীয় সপ্তাহ বা তার পর হতে উপজেলা সমূহের নাগরিক গনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এখন শুধু মাত্র স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের পালা। যশোর সদর উপজেলার নাগরিকগন প্রতিনিয়ত যশোর সদর উপজেলা নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে তাদের র্দীঘ দিনের প্রত্যাশা স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) কবে হাতে পাবেন? এখন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের দিনক্ষন গুনছে সদর উপজেলার কয়েক লাখ নাগরিণগন। জাতীয় নির্বাচন কমিশন দপ্তর থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের জন্য সংশ্লিষ্ট জেলার উপজেলার কর্মকর্তাদের নির্দেশ ও সকল কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা দেওয়া হয়েছে। সদর উপজেলা নির্বাচন কমিশনারের দায়িত্বে নিয়োজিত আব্দুর রশিদ এ প্রতিবেদককে জানান, স্মার্ট জাতীয় পরিচয় পত্র নাগরিকের কাছে পৌছানোর সকল প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। মার্চের দ্বিতীয় সপ্তাহের পর থেকে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here