মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট উইন মিনত

0
362

ম্যাগপাই নিউজ ডেস্ক : অং সান সু চি’র ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত উইন মিনত মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

বুধবার মিয়ানমারের পার্লামেন্টের সদস্যরা ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে থাকা মিনতকে এ পদে নির্বাচিত করেন।

এর আগে গত সপ্তাহে আগে বিদায়ী প্রেসিডেন্ট উ থিন কিয়াও ‘স্বাস্থ্যগত কারণ’ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে দৌঁড়ে ছিলেন মিনত এবং তার সঙ্গে আরও দুই ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনে ৬৬৪ ভোটের (সংসদের দুই কক্ষের সদস্য) মধ্যে পড়ে ৪০৩টি পেয়ে জিতে যান মিনত। আগের প্রেসিডেন্ট কিয়াও ২০১৬ সালের নির্বাচনে পেয়েছিলেন ৩৬০ ভোট।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে নিম্নকক্ষের স্পিকার ছিলেন উইন মিনত। গত সপ্তাহে তিনি এই পদ থেকে পদত্যাগ করেন। এরপর ৬৬ বছরের এই নেতাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here