মিয়ানমারে আটক দুই রয়টার্স সাংবাদিকের রায় ৩ সেপ্টেম্বর

0
487

ম্যাগপাই নিউজ ডেস্ক : রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহ করতে গিয়ে মিয়ানমারে আটক দুই রয়টার্স সাংবাদিকের রায় স্থগিত করেছে মিয়ানমারের একটি আদালত। আজ সোমবার তাদের রায় ঘোষণার কথা থাকলেও আগামী ৩ সেপ্টেম্বর এ রায় ঘোষণা করবেন আদালত। রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে অপরাধ প্রমাণিত হলে তাদের ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

জেলা জজ খিন মাউং মাউং বলেন, ‘আগামী ৩ সেপ্টেম্বর এ রায় ঘোষণা করা হবে। এ মামলার বিচারক অসুস্থ থাকায় আজ রায় ঘোষণা করা হচ্ছে না।

গত ডিসেম্বরে গোপন সরকারি নথিপত্র বহনের সময় ওয়া লোন ও কিয়াও সোয়ে ওকে আটক করে পুলিশ। তখন থেকেই তারা কারাবন্দি রয়েছেন। তবে তারা আনিত অভিযোগ অস্বীকার করে আসছেন। তাদের আইনজীবী বলছেন, বিচার বিভাগ স্বাধীন হলে ও ন্যায়বিচার করলে তারা মুক্তি পাবেন।

ওয়া লোন জানিয়েছেন, তারা গণমাধ্যমের নীতিমালা মেনেই তাদের কাজ করেছেন। তিনি বলেন, আমরা বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে শুধু সত্য বলার চেষ্টা করেছি।

রোহিঙ্গাদের ওপর নেমে আসা কালো অধ্যায়ের এক বছরের মাথায় দুই সাংবাদিকের রায় ঘোষণা করবে মিয়ানমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here