মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন যশোরে

0
304

নিজস্ব প্রতিবেদক : যশোরে বীর মুক্তিযোদ্ধারা বলেছেন, একাত্তরের পরাজিত সৈনিকরা সক্রিয় হয়ে স্বাধীনতা বিপন্ন করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই ষড়যন্ত্রে পা দেবেন না। দেশের জনগণের সেই বিশ্বাস আছে। সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা একথা বলেন।
বীর মুক্তিযোদ্ধারা জাতির প্রয়োজনে ঝাপিয়ে পড়তে প্রস্তুত উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের জোয়ার বইছে। সেখানে কতিপয় অপশক্তি দেশের মধ্যে অরাজকতা শুরু করার চেস্টা করছে। যা কখনও সম্ভব না হবে না। মুক্তিযোদ্ধাদের সম্মান হানি না করার অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের যে কোটা দেয়া হয়েছে সেটা কেড়ে নিয়ে তাদেরকে অসম্মান করা হয়েছে। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তা কখন করতে পারেন না। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে তা কখন সম্ভব না। তাই অবিলম্বে মুক্তিযোদ্ধাদের কোটা ফিরিয়ে দেয়ার পুর্নবিচারের অনুরোধ জানানো হয়। মুক্তিযোদ্ধাদের কোটা বহালের দাবিতে যশোরের বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, সাবেক সংসদ সদস্য ময়নুদ্দিন মিয়াজী, সাবেক উপজেলা চেয়ারম্যান রবিউল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, মাজহারুল হক মন্টু, হায়দার গনি খান পলাশ, সাবেক ডেপুটি কমান্ডার খায়রুজ্জামান রয়েল, কাজী আব্দুস সবুর হেলাল, নজরুল ইসলাম চাকলাদার মন্টু, একরাম-উদ-দৌলা, রশিদুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যশোর জেলা শাখার আহবায়ক কামরুজ্জামান প্রমূখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here