মুজিব বর্ষে যশোরের মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ফ্রি কার্ড দেয়া হবে

0
303

নবাগত সিভিল সার্জনের মত বিনিময় সভা যশোরে
বিশেষ প্রতিনিধি : দেশের স্থল বন্দর বেনাপোল আন্তর্জাতিক বন্দরে ২৩ হাজার ৪ শ’ ৭৬ জন বিদেশী নাগরিকের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এছাড়া যশোরে বিভিন্ন হাসপাতালে ১৪ টি করোনা ভাইরাস রোগীদের জন্য আলাদা শয্যা স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে যশোর সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে যশোরের নবাগত সিভিল সার্জন শেখ আবু শাহিন এ কথা বলেছেন। তিনি আরো বলেন, বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাওয়া এবং আসার সময় প্রত্যেকের করোনা ভাইরাস পরীক্ষা করা হচ্ছে। তবে কোন চীনা নাগরিক এ বন্দর দিয়ে যাওয়া আসা করেনি। পরীক্ষায় এ পর্যন্ত কাউকে করোনা ভাইরাস সনাক্ত করা যায়নি। ১৪ টি পৃথক করোনা ভাইরাস রোগীর পৃথক শয্যার মধ্যে রয়েছে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৪টি, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি এবং বাকি ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি করে রয়েছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বর্হি:বিভাগে চিকিৎসার জন্য যশোরের মুক্তিযোদ্ধাদের ফ্রি কার্ড দেয়া হবে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডেপুটি সিভিল সার্জন প্রতিভা ঘরাই, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মাশুক আহমেদ ।