মুসলিমদের হত্যা করে অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করছে চীন-জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল

0
351

ম্যাগপাই নিউজ ডেস্ক : সংখ্যালঘু উইঘুর মুসলিমদের হত্যা করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করছে চীন। এ অভিযোগ করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। তারা এ ঘটনাকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ নৃশংসতার সঙ্গেও তুলনা করেছে।
চীনের জাতিগত সংখ্যালঘুদের ওপর কোনো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখতে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল।

ওই ট্রাইব্যুনালের কাউন্সেল হামিদ সাবি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে (ইউএনএইচআরসি) জানিয়েছেন, বহু বছর চীন জুড়ে জোর করে অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করা হয়েছিল এবং আজও তা অব্যাহত আছে৷। নিষিদ্ধ ঘোষিত ফালুন গং-এর বন্দি এবং মুসলিম উইগুর সংখ্যালঘুদের হত্যার পর তাদের অঙ্গচ্ছেদ করার ফলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাবি বলেন, জীবন বাঁচাতে অঙ্গ প্রতিস্থাপন একটি বৈজ্ঞানিক ও সামাজিক বিজয়, কিন্তু দাতাকে হত্যা করা অপরাধ। নির্দোষ ও নিরীহ মানুষদের ধরে তাঁদের অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন করাকে এ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ গণনৃশংসতা বলে মত দেন তিনি।

ট্রাইব্যুনালের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বন্দি এবং ফালুন গং ও উইঘুর সংখ্যালঘুদের ওপর মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে তারা। দীর্ঘ ২০ বছর ধরে চীন সরকার সংখ্যালঘু গোষ্ঠীর লোকদের হত্যা করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে বিক্রি করছে।

বন্দি ও সংখ্যালঘু ছাড়াও জীবিত বা মৃত ব্যক্তির কিডনি, লিভার, হার্ট, ফুসফুস, কর্নিয়া এবং ত্বকের চামড়া বিক্রির জন্য অপসারণ করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে জাতিসংঘ ট্রাইব্যুনালের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। তারা বলছে, ২০১৫ সাল থেকে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের অঙ্গও তারা আর ব্যবহার করে না।

সূত্র: ডয়েচে ভেলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here