ম্যাগপাই নিউজে খবর প্রকাশের পর ফের দখলমুক্ত হল ঝিকরগাছার বেত্রাবতী নদী

0
632

এম আর মাসুদ : ফের দখলমুক্ত করা হয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার বেত্রাবতী (বেতনা) নদী। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্তের ৫ মাসের মাথায় আবার বেদখল হয়েছিল এই নদী। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দিনভর অভিযান চালিয়ে নদীর ৪ টি স্থানের পাটা ও জাল উচ্ছেদ করায় ফের দখলমুক্ত হয় এই নদী।
জানা গেছে, গত এক যুগ ধরে ক্ষমতাসীন দলের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা উপজেলার বেত্রাবতী নদীতে ইচ্ছেমত পাটা ও পাড় বেধে পুকুর বানিয়ে অবৈধভাবে মাছ চাষ করে আসছিল। বিভিন্ন সময় প্রশাসন এসব পাটা ও পাড় উচ্ছেদের অভিযান চালালেও অজ্ঞাত কারণে তা অসম্পন্ন থেকে যায়। অবশেষে গত নভেম্বর মাসে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দখলমুক্ত করেন এই নদী। কিন্তু এ ঘটনার ৫ মাসের মধ্যে নদীতে প্রভাবশালীরা আবারও পূর্বের ন্যায় পাটা ও নেট দিয়ে বেদখল নিয়ে মাছ চাষ করে আসছিল। এনিয়ে গত ৩ জুলাই নিউজ পোর্টাল ম্যাগপাই নিউজে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হলে, বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দিনভর অভিযান চালিয়ে উপজেলার বেড়ারুপানি এলাকায় তিনটি ও রাজারডুমুরিয়া ব্রিজ এলাকা থেকে নদীর ৪ টি স্থানের পাটা ও জাল উচ্ছেদ করে তা ভষ্মীভূত করেন। এসময় অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামসহ প্রশাসনের ব্যক্তিবর্গ। এদিকে, নদী ফের দখলমুক্ত হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। ওই এলাকার বাসিন্দা লায়ন মেহেদী হাসান জানিয়েছেন, নদীটি ফের দখলমুক্ত হওয়ায় এলাকাবাসী নানা ঝামেলা থেকে মুক্ত থাকবে। এবিষয় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, যেই হোক অবৈধভাবে নদী দখল করে কেউ পার পাবে না। অভিযান অব্যহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here