যবিপ্রবির ভিসিসহ দুই শিক্ষক নেতার বিরুদ্ধে মানহানির মামলা

0
422

যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুইটি মানহানির মামলা হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বাদী মামলা দুটি করেন।

সোমবার বেলা ১২টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এ মামলায় যথাক্রমে ৫শ’ কোটি ও দশ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আদালত মামলা দুটির বিষয়ে কোনও আদেশ দেননি।

একটি মামলায় বিবাদী করা হয়েছে উপাচার্য ড. আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড.ইকবাল কবির জাহিদকে। অপর মামলায় বিবাদী করা হয়েছে ড. ইকবাল কবির জাহিদ ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নাজমুল হাসানকে।

প্রথম মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত দুই জন বিশ্ববিদ্যালয়ের ২০১৮ ও ২০১৯ সালের ক্যালেন্ডার মুদ্রণের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বিলি করা ওই ক্যালেন্ডারে ইচ্ছাকৃতভাবে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ফুটো করে স্পাইরাল বাইন্ডিং করেছে এবং বঙ্গবন্ধুর ছবি জলছাপ দিয়ে বিকৃত করা হয়েছে। এছাড়া ২০১৯ সালের ক্যালেন্ডারে জাতিরজনকের শাহাদৎবার্ষিকীর তারিখ দিয়ে ৩শ’ তম বার্ষিকী ছাপা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী মনে করছেন এ ঘটনায় জাতিরজনক ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ৫শ’ কোটি টাকার মানহানি করা হয়েছে।

অপর মামলায় আনোয়ার হোসেন বিপুল অভিযোগ করেছেন, গত ০৮ জানুয়ারি বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক নৌকার একটি প্রতিকৃতি পুড়িয়ে ফেলেন। এ বিষয়ে (বিপুল) তার কাছে মোবাইলফোনে জানতে চাইলে ছাত্রলীগ নিয়ে বিভিন্ন কটুক্তিমূলক কথা বলেন এবং তার নামে থানায় একটি মিথ্যা অভিযোগে জিডি করেন। এছাড়াও পত্র-পত্রিকায় আপত্তিকর কথা বলেন। বিবাদীরা তার বিরুদ্ধে মিথ্যা কথা বলে দশ কোটি টাকার মানহানি ঘটিয়েছেন।

এদিকে মামলা দুটির আইনজীবী শাহিনুর রহমান জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ দুপুর ১২টায় এ মামলা দায়ের করা হয়। তবে আদালত মামলা দুটির বিষয়ে এখনও কোনও আদেশ দেননি।

মামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় থেকে এ বছরের কোনও ক্যালেন্ডার বিলি করা হয়নি। ফলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননার কোনও প্রশ্নই ওঠে না।

অপরদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান ড. ইকবাল কবির জাহিদ এ প্রতিনিধিকে বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পুরোপুরি মিথ্যা। ক্যালেন্ডার তৈরি কমিটির কোথাও আমার সম্পৃক্ততা নেই। এছাড়া ছাত্রলীগের সাবেক সম্পাদককে আপত্তিকর কোনও কথা বলার প্রশ্নই আসে না। বরং তিনি আমাকে যেভাবে হুমকি দিয়েছেন, সে রেকর্ডিং আমার কাছে রয়েছে। আমি সেই কথোপকথনের অডিও ক্লিপিংস সংবাদকর্মীদের কাছে পাঠিয়েছি। আর নৌকা প্রতীক সরিয়ে ফেলা বা পোড়ানোরও কোনও প্রশ্নই আসে না।’

যোগাযোগ করা হলে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সুব্রত বিশ্বাস এ প্রতিনিধিকে বলেন, ‘ড. ইকবাল কবির জাহিদ স্যার ক্যাম্পাসে ছাত্রলীগকে পেট্রোনাইজ করেন। সবচেয়ে বড় কথা ক্যাম্পাসে নৌকা প্রতীক স্থাপনের টাকাটাও স্যার নিজে ম্যানেজ করে দেন।’

মামলার পর দুপুর ১টায় আনোয়ার হোসেন বিপুল যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আনোয়ার হোসেন ও শিক্ষক ড. ইকবাল কবির জাহিদের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত অনিয়ম এবং উল্লিখিত অভিযোগগুলো উত্থাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here