যবিপ্রবি’র সাময়িত বহিষ্কার ৭ শিক্ষার্থী ওবহিরাগত অজ্ঞাতনামা ৪০ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের

0
381

বিশেষ প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে আনসার সদস্যকে মারপিটসহ ভাংচুর বিভিন্ন শিক্ষার্থীদের মারপিট তাদের ল্যাপটপ,মোবাইলসহ মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব বাদি হয়ে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সকালে রিজেন্ট বোর্ডের ৪৪তম জরুরী সভায় সাময়িক বরখাস্ত ৭ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে,ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের এসএম মোহর আলীর ছেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম শামীম হাসান,একই উপজেলার পিলিজংগ গামের কার্ত্তিক চন্দ্র দে’র ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিপ্লব কুমার দে,বাগেরহাট জেলা সদরের হাকিমপুর গ্রামের শেখ আলতাফ হোসেনের ছেলে তানভীর ফয়সাল,ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বধুপুর গ্রামের মুন্সী গোলাম মোস্তফার ছেলে আল মামুন সিমন,ঢাকা আশুলিয়া উপজেলর ধলপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো: মাসুদুর রহমান রনি,ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার রামনগর গামের হারুন অর রশীদের ছেলে তানভীর আহমেদ তানিন ও খুলনা জেলার বটিয়া উপজেলার সাচিবুনিয়া গ্রামের শহিদ খন্দকারের ছেলে আশিক খন্দকারসহ অজ্ঞাতনামা আরো ৩০/৪০জন।
প্রকৌশলী আহসান হাবীব তার দায়েরকৃত এজাহারে বলেছেন,গত ৫ অক্টোবর রাত ১১ টা ৪০ মিনিটে এসএম শামীম হাসানসহ উল্লেখিত আসামী ছাড়াও বহিরাগত অজ্ঞাতনামা ৩০/৪০জন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্য সোহেল রানা,নাসির মন্ডল ও উজ্জল হোসেনকে মারপিট করে ভিতরে প্রবেশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের ৩য়তলা ও ৫মতলার শহীদ মশিয়ুর রহমান হলে প্রবেশ করে ভাংচুর মারপিট করে। সন্ত্রাসীদের এলোপাতাড়ী মারপিটের ভয়ে হলে থাকা শিক্ষার্থীরা দিক বিদিক ছুটোছুটি করে প্রাণ বাঁচায়। এ সময় ওই কক্ষে থাকা শিক্ষার্থীদের নগদ ১লাখ ২০ হাজার টাকা,শিক্ষার্থীদের ল্যাপটপ,মোবাইল ফোন,হাত ঘড়িসহ ৩০লাখ টাকার মালামাল ও বিশ্ববিদ্যালয় ভাংচুর করে ১০লাখ টাকা ক্ষতি সাধণ করে। সন্ত্রাসীরা বোমা ও গুলি বর্ষন ঘটায়। সন্ত্রাসীদের মধ্যে কয়েকজন মুখোশধারী ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি মুখোশ,লাঠি সোটা ও বোমার অংশ বিশেষ জব্দ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রোববার মামলা রেকর্ডের দ্বিতীয় দিনেও এজাহার নামীয় ও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি কোতয়ালি মডেল থানা পুলিশ। অপর দিকে,শনিবার রাতে কোতয়ালি মডেল থানায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস সাধারণ সম্পাদক এসএম শামীম হাসানসহ তার সহযোগীদের বিরুদ্ধে বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন বলে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানিয়েছেন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here