যশোরে ৪৬ সাতক্ষীরায় ১৩ মাগুরায় ৪ করোনা পজেটিভ

0
307

নিজস্ব প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে ৮০টি পজেটিভ রেজাল্ট দিয়েছে। এর মধ্যে যশোরের ৪৬, মাগুরার চার, সাতক্ষীরার ১৩ এবং বাগেরহাটের ১৯টি নমুনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, মঙ্গলবার ল্যাবটিতে চার জেলার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮০টি পজেটিভ ও ১৫১টি নেগেটিভ রেজাল্ট দেয়।
এদিন যশোরের ১২০টি নমুনা পরীক্ষা করে ৪৬টি পজেটিভ বলে শনাক্ত করা হয়।
এছাড়া মাগুরার ৩৪টির মধ্যে চারটি, সাতক্ষীরার ৩৯টির মধ্যে ১৩টি, বাগেরহাটের ৩৮টির মধ্যে ১৯টি নমুনা পজেটিভ পাওয়া যায়।
পরীক্ষার ফলাফল সকালেই সংশ্লিষ্ট চার জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন স্থানীয় প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন সকালে যবিপ্রবি থেকে ৪৬ জনের করোনা পজেটিভ রেজাল্ট আসার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, এর মধ্যে সবই নতুন নমুনা কি-না তা যাচাই করে দেখা হচ্ছে।
আগের দিন বিকেল পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ৭৪৯। এদের মধ্যে মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৫৩ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে চার রোগীকে।