যশোরের চৌগাছার জামায়াতের সাত নেতাকর্মীর জামিন নাকোচ

0
353

বিশেষ প্রতিনিধি : যশোরের চৌগাছায় নাশকতা প্রচেষ্টার মামলায় উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি, বর্তমান দুই সহ-সেক্রেটারিসহ সাত নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালতের বিচারক।
সোমবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ আত্মসমার্পণ করে জামিন চান তারা। জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক শাহিনুর রহমান। কারাগারে পাঠানো নেতা-কর্মীরা হলেন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি চৌগাছা কামিল মাদরাসার সহ-অধ্যাপক মাওলানা আব্দুর রহমান, সহ-সেক্রেটারি সিংহঝুলী আলিম মাদরাসার সহ-অধ্যাপক মাওলানা নূরুজ্জামান ও সাঞ্চাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক ইমদাদুল হক, জগদীশপুর ইউনিয়ন সভাপতি ডিএমসিইউ আলিম মাদরাসার সহ-অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান, নারায়ণপুর ইউনিয়ন সেক্রেটারি তুহিন সর্দার, ফুলসারা ইউনিয়ন সেক্রেটারি আরসিএমটিইউ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক ও জামায়াত কর্মী খড়িঞ্চা দাখিল মাদরাসার শিক্ষক মেহের আলী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর বাম দলগুলোর হরতালে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ২৩ নেতা-কর্মীর নামে চৌগাছা থানায় একটি মামলা করে পুলিশ। যার নম্বর ৩০, তারিখ ৩০.১১.১৭। মামলায় সে সময় উপজেলা বিএনপির সেক্রেটারি ইউনুচ আলীসহ তিন বিএনপি-জামায়াত নেতা কর্মীকে আটক করে পুলিশ। অন্য আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে সোমবার বেলা ১১টায় তারা যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (আমলি আদালত, চৌগাছা)-এ আত্মসমর্পণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here