যশোরের ঝিকরগাছায় এক রাতে গণডাকাতি ঘটনার ২৪ ঘন্টার মধ্যে চার ডাকাত গ্রেফতার

0
596

বিশেষ প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলা এলাকায় গণডাকাতির ২৪ ঘন্টার মধ্যে চার ডাকাত গ্রেফতার লুন্ঠিত মালামাল ও ডাকাতদের ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ডাকাতির সাথে জড়িত অন্যদেরও সনাক্ত করেছে। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, ঝিনাইদহের কোটচাঁদপুরের মানিকদিহি গ্রামের গোপাল মন্ডলের ছেলে লাল্টু, নাটোরের সদর উপজেলার কেশন চক বোদনা গ্রামের বলাই মন্ডলের ছেলে আবু বক্কার, যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের হাসেম বাঙ্গালের ছেলে মহসিন, এবং কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের মোসলেম সর্দারের ছেলে শাহিন।
বৃহস্পতিবার ১১ জুলাই বেলা ১১টায় পুলিশ সুপার অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মঈনুল হক।
তিনি বলেন, মঙ্গলবার গভীর রাতে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর, চাপাতলা, বর্ণী গ্রামের ৫ বাড়িতে সিরিজ ডাকাতি হয়। ৬/৭জনের একদল সশস্ত্র ডাকাত দল রাজাপুরের টিপু গাজী, চাঁপাতলা গ্রামের মিজানুর রহমান বাদশা, বর্ণি গ্রামের সখিনা বেগম, শরিফুল, আতিয়ারের বাড়িতে ডাকাতি করে। এসব বাড়ি থেকে কয়েক নগক কয়েক লাখ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনার পর খবর পেয়ে ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে চার ডাকাত কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া নগদ ১৯ হাজার ৩৯০ টাকা, এক জোড়া হাতের বালা, ডাকাতদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, তিনটি ধারালো দা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা পুলিশের কাছে ডাকাতির কথা স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার উল্লেখ করেছেন। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন সিকদারসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here