যশোরের ধোপাখোলা গ্রামে দিনের বেলায় ছাগল চুরি করে পালাবার কালে দুই চোর গণধোলাইয়ের শিকার

0
346

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলা ধোপাখোলা গ্রামের ঈদগাহ মাঠ থেকে ১০ হাজার টাকা মূল্যের ছাগল চুরি করে পালাবার কালে স্থানীয় জনগনের হাতে গণধোলাইয়ের শিকার দুই চোরের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন,ওই গ্রামের আব্দুর রবের ছেলে ইজিবাইক চালক হাসেম আলী খোকন। সোমবার রাতে কোতয়ালি মডেল থানায় দুই চোরের বিরুদ্ধে এজাহার দায়ের করেছে। আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার মোমিন নগর নওদাগ্রাম কলোনী মোড় ৪নং ওয়ার্ড মহিউদ্দিনের ছেলে তাজিম হাসনাত রনি ও শহরের বিমান অফিস মোড় আকিজ মিয়ার গলি বুখরা মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত বাবু সরদারের ছেলে নাহিদদ হাসান।
হাসেম আলী তার দায়েরকৃত এজাহারে বলেছেন, সোমবার দুপুরে তিনি তার লাল খয়েরী ছাগল সদর উপজেলা ধোপাখোলা গ্রামস্থ ঈদগাহ মাঠে দঁড়ি দিয়ে বেধে রেখে ইজিবাইক চালাতে যায়। কিছুক্ষণ পর তার স্ত্রী তহমিনা তাকে চিৎকার দিয়ে জানান, দু’জন লোক ছাগলের দঁড়ি কেটে ছাগল নিয়ে যাচ্ছে। এ সময় মেজ দেবর রবিউল ইসলাম মোটর সাইকেল যোগে বাড়িতে প্রবেশের মুখে ভাবীর চিৎকার শুনে চোরদের পিছু নিয়ে মালঞ্চি ইট ভাটার সামনে চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে উক্ত দুই চোরকে ধরে ফেলে। তাদের হাত থেকে চুরি যাওয়া ছাগল উদ্ধার করে। পরে জনগণ চোরদ্বয়কে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। মঙ্গলবার চোরদের আদালতে সোপর্দ করা হয়েছে।