যশোরের পল্লীতে জমি দখল নিয়ে হামলায় স্বামীস্ত্রী ও ছেলে জখমে ঘটনায় মামলা

0
398

বিশেষ প্রতিনিধি: জমি জমা সংক্রান্ত বিরোধে একই পরিবারের মা বাবা ও ছেলেকে হামলা চালিয়ে মারপিট পূর্বক স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করা হয়েছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার চাঁনপাড়া গ্রামের মৃত বজলু মোল্যার ছেলে হাবিবুর রহমান,শহিদুল,হাবিবুর রহমানের স্ত্রী নিপা, মুনসুর আলম মোল্যার ছেলে মোস্তাফিজুর রহমান রিয়াদ,হাবিবুর রহমানের ছেলে নাহিদ,বইলো ফকিরের ছেলে সবুর ও যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইক পাড়ার গফুর বিশ্বাসের ছেলে বিল্লালসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
সদর উপজেলার নঙ্গরপুর গামের মোসলেম মোল্যার স্ত্রী হারুনা বেগম রোববার কোতয়ালি মডেল থানায় বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন,২০৪ নং চাঁনপাড়া মৌজায় হারুনা বেগমের পিতার ক্রয়কৃত সম্পক্তি উক্ত আসামীরা জোর পূর্বক ভোগ দখল করে আসছে। গত ৩ সেপ্টেম্বর সকাল ৯ টায় হারুনা বেগম তার স্বামী ও ছেলে মারুফ হোসেন উক্ত জমিতে গিয়ে আসামীদের কাছে তাদের জমি বুঝে নেওয়ার জন্য জানালে আসামীরা মারুফ হোসেনকে মারপিট পূর্বক হারুনা বেগমের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন,ভ্যানিটি ব্যাগে থাকা নগদ ২২ হাজার টাকা ছিনিয়ে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here