যশোরের পল্লীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে মামলা

0
362

বিশেষ প্রতিনিধি : প্রথমে দুই লাখ পরে তিন লাখ টাকা যৌতুকের জন্য গৃহবধূ মেরিনা খাতুনকে নির্যাতন করায় কোতয়ালি মডেল থানায় যৌতুক লোভী স্বামী ও তার মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের অভিযোগ তুলে স্বয়ং গৃহবধূ মেরিনা খাতুন মামলাটি করেছেন। মামলার আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মোসায়েদ আলীর ছেলে মেরিনার স্বামী রাজু আহম্মেদ,শ্বশুর মোসায়েদ আলী ও শাশুরী মোছাঃ ছায়রা খাতুন।
সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে মেরিনা খাতুন রোববার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, গত ১৯/১১/১৬ সালে রাজু আহম্মেদের সাথে তার মুসলিম শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামী রাজু আহম্মেদ তার মা বাবার প্ররোচনায় মেরিনা খাতুনের কাছে ২লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকার জন্য নির্যাতন শুরু করে। শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে গৃহবধূ মেরিনা খাতুন স্বামীর বাড়িতে বসবাস করার এক পর্যায় রাজু আহম্মেদ বিদেশে চলে যায়। সেখান থেকে ফিরে এসে ৩লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। নির্যাতন সইতে না পেরে গৃহবধূ তার পিতার বাড়িতে চলে যায়। গত ১৩ এপ্রিল সকালে স্বামীসহ তার মা বাবা মেরিনার বাপের বাড়িতে এসে গৃহবধূকে বাড়িতে নিয়ে যাবার কথা বলে। মেরিনা খাতুন যেতে চাইলে তাকে উক্ত টাকা যৌতুক দিতে হবে বলে জানায়। এক পর্যায় বাপের বাড়িতে মেরিনা খাতুনকে মারপিট করে স্বামী ও শ্বশুর শাশুরী চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here