যশোরের বাঘারপাড়ায় প্রতিমা ভাংচুর

0
335

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি শেখ ঘটনা স্থান পরিদর্শন করেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনধিঃ মঙ্গলবার বাঘারপাড়ায় প্রতিমা ভাংচুরের ঘটনা গঠেছে। উপজেলার ৯নং জামদিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের পঞ্চনা বটতলা পুজা মন্ডপে গভির রাতে তিনটি প্রতিমা কেবা কারা ভাংচুর করে। সংবাদ পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলামরব্বানি শেখ ঘটনা স্থান পরিদর্শন করেন। একই সাথে যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিম কুমার কুন্ড,সাধারণ সম্পাদক জগদিস বাবু ঘটনা স্থান পরিদর্শন করেন। এসময় সকলের উপস্থিতিদের সমন্নয়নে প্রতিমাকে মেরামত করা হয়। পুলিশ সন্দেহ জনক ভাবে দুইজন কে আটক করে পরিস্থিতি সাভাবিক করেন। আটকৃতরা হচ্ছে জয়রামপুর গ্রামের শাহিন মোল্যা(৪০) ও মোশারেফ হোসেন (৪৫) অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি শেখ বলেন অপরাধি যেই হোক না কেন ছাড় দেওয়া হবেনা আপনারা নিরভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন প্রশাসন আপনাদের সাথে আছে ও থাকবে। এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহবায়ক অরুণ অধিকারী, যুগ্ম আহবায়ক মাখন লাল ঘোষ,স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল,ওসি জসিম উদ্দীন, ওসি তদন্ত অহিদুজ্জামান,স্থনীয় ইউনিয়ন পুজা পরিষদের সভাপতি কমরেড বিপুল বিশ্বাস,পুজার সভাপতি কার্তিক সিংহ,সাধারণ সম্পাদক জতিন অধিকারী,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত,আওয়ামী নেতা বখতিয়ার হোসেন প্রমুখ।
এ ঘটনায় স্থানীয় জনগনের মধ্যে ৬৫উর্দ্ধ বজ্র গোপাল গণমাধ্যমকে জানান দির্ঘ কাল আমরা সব ধর্মের মানুষ মিলে মিশে বাস করে আসছি কেউ হইতো আমাদের ভেতর দন্দ বিভেদ সৃষ্টি করে দেবে বলে এই কান্ড ঘটিয়েছে। জেলা সাধারণ সম্পাদক বলেন যে টুকু খতি হয়েছে তাতে পুজার কোন খতি হবেনা, তবে করলো কেন এটাই আমাদের প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here