যশোরের বেনাপোল সীমান্তে ৪৯ পিস স্বর্ণের বারসহ আটক-১

0
308

আশানুর রহমান আশা বেনাপোল- যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৯ পিস (ওজন ৩ কেজি ৮শ’ ৫০ গ্রাম)
স্বর্ণেরবারসহ মোমিন চৌধুরী (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বেনাপোল পৌর এলাকার সাদিপুর সীমান্তের বেলতলার মোড় থেকে এসব স্বর্ণেরবারসহ তাকে আটক করা হয়।

আটক মোমিন বেনাপোল সাদিপুর গ্রামের হাসু চৌধুরীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্নেল কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন পাচারকারী পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান স্বর্ণের বার নিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৪৯ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণেরবারের ওজন ৩ কেজি ৮শ’ ৫০ গ্রাম । যার বাজার মূল্য আনুমানিক প্রায় দুই কোটি টাকা।

আটক আসামির নামে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।