যশোরের মণিরামপুরে ঘের ব্যবসায়ীকে গুলি বর্ষনের ঘটনায় ইউপি মেম্বরসহ ৬ জন গ্রেফতার

0
686

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে গুলি বর্ষনের ঘটনা ॥ ৩টি অস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার

বিশেষ প্রতিনিধি : যশোর মণিরামপুর উপজেলার ভোমরদাহ মৌজার সমলডাঙ্গা বিলে ঘের ব্যবসায়ী মনিরুজ্জামান ও তার শ্যালক জাহিদুল ইসলামকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, সাবেক ইউপি সদস্য মণিরামপুরের কুমারসীমা ব্রীজ সংলগ্ন বেড়িবাধ এলাকার জনার্ধন সরকারের ছেলে অপরাধীদের টিম লিডার দেবু সরকার ওরফে দেবু মেম্বর, সুবলাকাটি পশ্চিমপাড়া, ঢাকুরিয়ার ছন্নোত আলীর ছেলে ও সোহরাব মেম্বরের ভাতিজা জনি, একই গ্রামের আজাহার আলীর ছেলে আল মামুন হোসেন, সুবলকাটি দায়পাড়ার মোতালেব বিশ^াসের ছেলে জিকু হোসেন, একই উপজেলার ভোমরদাহ গ্রামের কায়েম গাজীর ছেলে মাসুদ হোসেন,পাঁচবাড়িয়া জোড়া সমাধি এলাকার তপন মল্লিকের ছেলে সুরঞ্জিত মল্লিক। পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ২টি শার্টার গান, ৩ রাউন্ড কার্তুজ ও একটি র‌্যাকেটের পুরাতন ব্যাগ উদ্ধার করেছে। আটককৃতরা হত্যার চেষ্টার ঘটনায় পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। দূর্বৃত্তদের দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় এ হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে বলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ঘটনার তিন চারদিন আগে ঘের ব্যবসায়ী মনিরুজ্জামানের কাছে দেবু সরকার ইন্ডিয়া মোবাইল ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই চাঁদার টাকা না দেয়ায় ১ ফেব্রুয়ারি গভীর রাত দেড়টায় দেবু সরকার ওরফে দেবু মেম্বারের নেতৃত্বে অন্যান্য আসামিরা বন্দুক দিয়ে মনিরুজ্জামান ও তার শ্যালক জাহিদুল ইসলামকে গুলি করে। গুলি বর্ষন করে দূবৃর্ত্তরা যাওয়ার সময় তারা মনিরুজ্জামানের সেচ নেওয়ার জন্য লিজ নেওয়া ঘেরের একটি টোং ঘরে আগুন দিয়ে সমসকাটি গ্রামে যাওয়ার রাস্তা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। ৩ ফেব্রুয়ারি এ ঘটনায় মণিরামপুর থানায় মনিরুজ্জামানের ভাই বাদি হয়ে মামলা করেন। মামলাটি পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)কে তদন্তর দায়িত্ব দেন। যশোরের ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম তদন্ত শুরু করে। তদন্তকারী কর্মকর্তা ও উক্ত টিম প্রযুক্তি ব্যবহার করে মণিরামপুর উপজেলার সুবলকাঠি, ভোমরদাহ, পাঁচবাড়িয়া ও কুমারসীমা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উল্লেখিত ৬জনকে গ্রেফতার করেদ। সংবাদ সম্মেলনে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, ডিবি পুলিশের ওসি মারুফ আহমেদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।