যশোরের শার্শায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা

0
430

আরিফুজ্জামান আরিফ।। যশোরের শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোজাম্মেল হক (৪৫) নামে এক ব্যক্তিকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত মোজাম্মেল শার্শার ডিহি ইউনিয়নের ফুলসরাত গ্রামের মৃত খলিল মোড়লের ছেলে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি জেরিন কান্তা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
মৌসুমি জেরিন কান্তা জানান, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদে জানা যায় যে,উপজেলার ফুলসরাত গ্রামের কায়েরের বিলে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছেে। এ সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা মূল্যের ৫০ হাজার সেপ্টি বালু জব্দ করেন।

এ সময় বালি উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ক্ষমতাবলে অভিযুক্ত মোজাম্মেলকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here