যশোরের সাংবাদিক জিয়া ও শরীফ হত্যাপ্রচেষ্টা মামলায় গ্রেফতার ২

0
364

নিজস্ব প্রতিবেদক : ইনডিপেনডেন্ট টেলিভিশনের যশোর প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপারসন শরীফ খান হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত দুইটার দিকে বেনাপোল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটক দুইজন হলেন, বেনাপোল বাজার এলাকার আব্দুল মতিনের ছেলে হাসানুর রহমান ও লোকমান আলীর ছেলে আলামিন হোসেন।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন, সাংবাদিক হত্যাপ্রচেষ্টা মামলায় এ পর্যন্ত তারা পাঁচজনকে গ্রেফতার করেছেন। বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরো জানান, হামলাকারী সবাইকেই শনাক্ত করা হয়েছে। এ কারণে আগামী সপ্তাহে এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হবে।
গত ২৪ জানুয়ারি বেনাপোলে সংবাদ ও ফুটেজ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সংবাদকর্মী জিয়াউল হক ও শরীফ খান। ওই সময় বেনাপোল বন্দরের দখল নিয়ে সরকারি দলের এক গ্রুপ ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ওই সন্ত্রাসীরা জিয়া ও শরীফকে রক্তাক্ত জখম করে, ভেঙে দেয় ক্যামেরাও। আহত দুই সংবাদকর্মীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার ব্যাপারে রুজু করা মামলায় সরকারি দলের ক্যাডার ওয়াহিদুজ্জামান অহিদ উচ্চ আদালত থেকে জামিনের রয়েছেন। তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরের সংবাদকর্মীরা নানা কর্মসূচি পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here