যশোরের সীমান্তবর্তী এলাকার ফেনসিডিল চালানের অজানা নেপথ্য

0
309

এম আর রকি : দেশের স্থল বন্দর বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত সীমান্তবর্তী এলাকার চিহ্নিত ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীরা পরিবেশ অনুকুলে না থাকার কারণে বর্তমানে ভারতে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে। পুলিশের কতিপয় কর্মকর্তাদের সাথে যোগসাজসে র্দীঘদিন তারা ফেনসিডিল ও হেরোইনের বড় চালান ভারত থেকে দেশে আনার পর তাদের মদদ পুষ্ট পুলিশ কর্মকর্তা বদলী হওয়ার কারণে বর্তমানে পরিবেশ তাদের প্রতিকুল অবস্থায় দাঁড়িয়েছে। যার কারনে মাঝে মধ্যে পুলিশ ও বিজিবি’র হাতে ফেনসিডিলের ছোট খাটো চালান জব্দ হচ্ছে বলে সূত্রগুলো দাবি করেছে।
সীমান্তবর্তী সূত্রগুলো জানিয়েছেন,বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত বারোপোতা উত্তর পাড়ার রুহুল আমিনের ছেলে রেজা ও বারোপোতা মহিষাডাঙ্গার মহর আলীর ছেলে মুকুল ভারতের ওপার থেকে ফেনসিডিলের বড় বড় চালান নিয়ে দেশে আসে। ভারতের ওপার থেকে ফেনসিডিলের চালান নিয়ে বেনাপোল পোর্ট থানায় কর্মরত এক সময়ের এক পুলিশ পরিদর্শক ও দুই এসআইয়ের মাধ্যমে বেনাপোল পোর্ট থানা এলাকা পাচার করে। সূত্রগুলো বলেছে, পুলিশ কর্তাদের মদদে ফেনসিডিলের বড় চালান সীমান্ত ঘাট পার হয়ে আসতো। এপারে পুলিশ কর্তাদের গ্রীণ সিগন্যাল না থাকলে মুকুল ও রেজা তাদের ফেনসিডিলের বড় চালান পাচার করে আনতো না। তার কারণে বছর বছর যাবত এই মাদক দুই স¤্রাট বড় বড় চালান অবাধে ভারত থেকে পাচার করে দেশে এনেছে। মাস কয়েক যাবত সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষনা দেয়ার পর যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান যশোরে কর্মরত পুলিশের কর্মকর্তাদের নিয়ে যার যে ধর্মগ্রন্থ তাই নিয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শপথ বাক্য পাঠ করানোর ব্যবস্থা গ্রহনের পর মুকুল ও রেজা পুলিশের সবুজ সিগন্যাল পাওয়ার পর ভারতে পাড়ি জমায়। স্থানীয় বারোপোতা ও তার আশপাশের লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,বেনাপোল পোর্ট থানায় কর্মরত সাবেক ও বর্তমানে যে সব কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে কয়েকজন মুকুল ও রেজার ফেনসিডিলের বড় বড় চালান সীমান্তের ঘাট থেকে স্কট করে শার্শা এলাকা এলাকা পর্যন্ত পার করে দিয়েছেন। এর বিনিময়ে পুলিশ কর্মকর্তাদ্বয় সাপ্তাহিত পেয়েছেন অর্ধলাখ টাকা। হরহামেশায় মুকুল ও রেজার ফেনসিডিলের চালান সীমান্ডের ঘাট দিয়ে পাচার হয়ে মাঠ দিয়ে আসলেও পুলিশ দেখেও নিশ্চুপ রয়েছেন। যার কারণে সাবেক পুলিশ সুপারে মাদের বিরুদ্ধে কঠোর ঘোষনা বিফলে ফেলতে পুলিশের অর্থলোভীরা দায়িত্ব বলে সূত্রগুলো মনে করেন। সূত্রগুলো আরো বলেছে,বর্তমানে বেনাপোল পোর্ট থানায় কর্মরত কয়েকজন এসআই রয়েছেন যারা মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নিলেও অজ্ঞাত কারণে মাদকের চালান পাচ্ছে না। সূত্রগুলো আরো জানিয়েছেন,পুলিশের একজন এসআই সীমান্তবর্তী এলাকা অর্থাৎ বেনাপোল পোর্ট ,শার্শা,ঝিকরগাছা,চৌগছা থানা এলাকায় এক বছর চাকুরী করার সুযোগ সৃষ্টি হলে সে অবৈধভাবে ৩০লাখ টাকার মালিক বনে যান। যার কারনে জমি জায়গা,গাড়ী বাড়ির মালিক বনে যান। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের সূত্রগুলো আরো জানিয়েছেন,সীমান্তবর্তী এলাকা সমূহতে চাকুরী করতে গিয়ে পুলিশের কর্তাদের ভাগ্য খুলে যায়। আর এই ভাগ্য খুলতে পুলিশ মাদকসহ বিভিন্ন অবৈধ কারবারীদের সাথে মিশে যান। দূর্নীতিবাজ পুলিশ কর্তা ও সদস্যদের বিরুদ্ধে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর তারা কিছুই মনে করেন না। বরং তারা উচ্চস্বরে বলে বেড়ান পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রয়েছে যোগাযোগ। ফলে তার কিছু হবেনা। এ ব্যাপারে স্থানীয় লোকজ নবাগত পুলিশ সুপার মইনুল হকসহ পুুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here