যশোরের স্বপন ভট্টাচার্য্যসহ নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

0
538
নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা বিকেলে

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে পুরনোদের অনেকেই বাদ পড়তে পারেন। ঠাঁই পেতে যাচ্ছেন অনেক নতুন সংসদ সদস্য। এবার মন্ত্রী হচ্ছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হবেন ৩ জন।

ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণে ফোন পেয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাঁন কামাল, সাধন চন্দ্র মজুমদার, শ. ম. রেজাইল করিম, মতিয়া চৌধুরী, আনিসুল হক, আ হ ম মুস্তফা কামাল, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী, ডা. দিপু মনি, ড. আব্দুর রাজ্জাক, এম এ মান্নান, শাহরিয়ার আলম, জাহিদ আহসান রাসেল, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, গাজী গোলাম দস্তগীর, শাহাব উদ্দিন, আ স ম ফিরোজ, র আ ম ওবায়দুল মুক্তাদিন চৌধুরী, টিপু মুনশি, ডা. এনামুর রহমান, স্বপন ভট্টাচার্য, আশরাফ আলী খসরু, টিপু মুন্সী, বীর বাহাদুর উ শৈ সিং, সাইফুজ্জামান জাবেদ, জাহিদ মালেক স্বপন, ড. হাছান মাহমুদ।

রোববার (৬ জানুয়ারি) বিকেল ৫টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলন করে নতুন সদস্যদের নাম ঘোষণা করবেন। সোমবার (০৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here