যশোরের ৬টি অসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পত্র জমা দিলেন যারা

0
972

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা জমা দিয়েছেন তাদের মনোনয়ন পত্র। এদের প্রত্যেকেই হতে চান সংসদ সদস্য। মনোনয়ন পত্র জমা দিয়ে সবাই তাকিয়ে আছে শেখ হাসিনার দিকে। ইতমধ্যে তারা দলের হাই কমান্ডের সাথে শরু করেছেন দৌড় ঝাপ। যশোর জেলা আওয়ামীলীগ সুত্রে ধরে পাঠকদের জন্য তুলে ধরা হলো যশোরের ৬টি আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের চালচিত্র।

জানা যায় যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগ থেকে এমপি হতে চান বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। তার শক্ত প্রতিদ¦ন্দ্বি হিসেব আছেন বেনাপোল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন।এছাড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুজিবুদ্দৌলাহ সরদার অলক, মুজিবুদ্দৌলাহ সরদার কনক, পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবদুল মাবুদও জমা দিয়েছেন মনোনয়ন পত্র।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন, বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস, এম হাবিবুর রহমান, ডা. মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এ্যাড. এ বি এম আহসানুল হক, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ হারুন-অর-রশিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, যুবলীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মাজহারুল ইসলাম প্রিন্স।
যশোর-৩ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, ও সাইফুদ্দিনও আহমেদ আবেদনপত্র জমা দিয়েছেন করেছেন।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর, বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বর্তমান সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, সাবেক হুইপ শেখ আবদুল ওহাব, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সরদার অলিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম কাজল, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আমজাদ হোসেন, শাহ ফরিদ জাহাঙ্গীর, সোলাইমান হোসেন, আলমগীর হোসেন রাজিব দলীয় মনোনয়ন প্রাপ্তির আবেদনপত্র জমা দিয়েছেন।
যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য ও তার আপন ভাই বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল মজিদ, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম বারী, আওয়ামী লীগ নেতা ইউনুস আকবর, সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের স্ত্রী ডা. জেসমিন আরা বেগম, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন লাভলু, আওয়ামী লীগ নেতা এসএম ইয়াকুব আলী দলীয় মনোনয়ন প্রাপ্তির আবেদনপত্র জমা দিয়েছেন।
যশোর-৬ (কেশবপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এইচএম আমীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার রুহুল আমিন, শিল্পপতি শেখ আবদুর রফিক, মেয়র রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ড. তাপস দাস মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here