যশোরে অটো টেম্পো ও থ্রি হুইলারের রুট পারমিটের দাবিতে মানববন্ধন

0
347

নিজস্ব প্রতিবেদক : সড়কে অটো টেম্পো ও থ্রি হুইলার চলাচলের জন্য রেজিস্ট্রেশন ও রুট পারমিট প্রদানের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা অটো টেম্পু ও থ্রি হুইলার মালিক ও চালক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বেলা ১১টার দিকে শহরের দড়াটানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শিমুল হোসেনের নেতৃত্বে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলসহ যশোর কালেক্টরেট চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

নেতৃবৃন্দ বলেন, মালিক ও চালকদের সংগঠন শ্রম দপ্তর থেকে রেজিস্ট্রেশন পাবার পর বিআরটিএ’র কাছ থেকে রুট পারমিট নিয়ে অটো টেম্পো ও থ্রিহুইলার সড়কে চলাচল করছিল। কিন্তু আকস্মিকভাবে রেজিস্ট্রেশন ও রুট পারমিট বন্ধ করে দেয়ায় বেকার হয়ে মালিক ও চালকরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় সড়কের চলাচলের জন্য রেজিস্ট্রেশন ও রুট পারমিট পুনরায় চালুর দাবি জানান নেতৃবৃন্দ।