যশোরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

0
282

বিশেষ প্রতিনিধি : বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও স্বপ্নচারী চাইল্ড এডমিশন কেয়ার এর উপদেষ্টা কামরুল ইসলাম রনি বলেছেন, শিশুদের প্রতি বেশি চাপ প্রয়োগ করা যাবেনা বরং উন্মুক্ত পরিবেশে খেলাধূলা ও বিনোদনের সুযোগ করে দিতে হবে। এর ফলে শিশুদের মেধা বিকশিত হবে। গত শনিবার ২৫ জানুয়ারী বিকেলে যশোর নতুন উপশহর ৭ নং সেক্টরে স্বপ্নচারী চাইল্ড এডমিশন কেয়ার কার্যালয়ে অভিভাবক সমাবেশ ও দিক নিদের্শনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। স্বপ্নচারী চাইল্ড এডমিশন কেয়ারের পরিচালক ও সেক্রেটারী ইমরান হোসেন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক রিমন ও জুয়েলসহ শিশুদের মা বাবাগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, বিভিন্ন কোচিং ও গাইড বইয়ের প্রতি নির্ভর না করার জন্য অনুরোধ করেন। অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্যে পরিচালক ইমরান হোসেন বলেন,বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রী আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে সব ধরনের কোচিং বন্ধ ঘোষনা করেছেন। তেমনই স্বপ্নচারী চাইল্ড এডমিশন কেয়ার শিশুদের জন্য হলেও শিক্ষা মন্ত্রীর নির্দেশের প্রতি সম্মান দেখিয়ে এসএসসি পরীক্ষা শুরু থেকে অর্থাৎ শনিবার ২৫ জানুয়ারী থেকে কোচিং বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছেন।#