যশোরে অসহায় কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগের নেতারা

0
445

নিজস্ব প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকদের ধান কেটে দিল যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা। মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের হরিনার বিলে এক অসহায় কৃষকের ২ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে উঠিয়ে দেন তারা।

করোনা মহামারির কারণে চলমান লকডাউনে কৃষি শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। সময় পেরিয়ে গেলেও পাকা ধান ঘরে তুলতে পারছে না অসহায় কৃষকরা। ঠিক সেসময়ে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এক প্রশ্নের জবাবে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান মিঠু জানান,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফাজালুর রহমান বাবু’র ঘোষিত দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবেই এই ধানকাটা কর্মসূচি। বঙ্গবন্ধু সবসময়ই দেশের অসহায় নিপিড়িত মানুষের জন্য কাজ করেছেন। করোনা মহামারিতে কৃষকরা যখন শ্রমিক সংকটে,পাকাধান কাটা নিয়ে শঙ্কায় আছেন, তখনই সেই বঙ্গবন্ধুর আদর্শে গড়া স্বেচ্ছাসেবক লীগ যশোর জেলার নেতাকর্মীরা কৃষকের পাশে এসে দাড়িয়েছে। বৈশাখের প্রচণ্ড তাপদাহে রোজা রেখে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা কৃষকের ২ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

পাকা ধান ঘরে তুলতে পেরে কৃষক শরিফুল ইসলাম বলেন, করোনায় লকডাউনের কারণে ধান কাটার শ্রমিক না পেয়ে দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। দুঃসময়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আমার পাশে এসে দাড়িয়েছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের এ অবদান সবসময় মনে থাকবে।

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আসাদুজামান মিঠু ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলনের নেতৃত্বে ধানকাটা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকন, সদর উপজেলা সভাপতি মফিজুর রহমান ডাবলু, শহর শাখার আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মোঃ ইব্রাহিম, শাহজাদা নেওয়াজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা পুলক ঘোষ, রফিকুল ইসলাম, জুয়েল খান, শেখ কামরুজ্জামান, রমজান আলী রন্জু, এনামুল হক সুমন, শামছুর রহমান, ফারুক হোসেন, সাকিব হোসেন,মোঃ অনেক,কচুয়া ইউনিয়ন সভাপতি মুক্ত খান, রামনগর ইউনিয়ন আহবায়ক এম এইচ সোহাগ, যুগ্ম আহবায়ক সেলিম রেজা বাবলু, শরিফুল ইসলাম লিমন, নরেন্দ্রপুর ইউনিয়ন যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, ফারুক হোসেন, নওয়াপাড়া ইউনিয়নের আহবায়ক মামুনুর রশিদ,বসুন্দিয়া ইউনিয়নের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন সহ আরও অনেকে।