যশোরে অস্ত্রগুলিসহ গ্রেফতার-১

0
352

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা পুলিশ বৃহস্পতিবার ২২ নভেম্বর দুপুরে শহরের নীলগঞ্জ পাড়ার এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ কাজী টিটন ওরফে টোটনকে গ্রেফতার করেছে। সে যশোর বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। টোটন সম্প্রতি আবাসিক হোটেল রাজ থেকে পুলিশ পরিচয় ভয়ভীতি ও মারপিট পূর্বক এক বোর্ডারের কাছ থেকে ১লাখ ৯৮ হাজার টাকা ছিনিয়ে মামলার আসামী।
কোতয়ালি মডেল থানার এসআই হাসানুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টায় গোপন সূত্রে খবর পান নীলগঞ্জ তাঁতীপাড়া গ্রামস্থ বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ ক্যাডেট স্কুলের সামনে এক সন্ত্রাসী কাছে অস্ত্র রেখে নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে দুুপুর সাড়ে ১২ টায় ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী টিটন দৌড়ে পালাবার চেষ্টা করে। পরে তার শরীরে লুকানো একটি ওয়ান স্যুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত টিটন ওরফে টোটন গত ৯ নভেম্বর রাত সাড়ে ৮ টায় শহরের দড়াটানা সংলগ্ন আবাসিক হোটেল রাজ এর ৩০৩ নং কক্ষে অবস্থানরত বোর্ডার আলামিনকে পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ ১লাখ ৯৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। উক্ত ঘটনায় পুলিশ ওই হোটেলের সহকারী ম্যানেজার সদর উপজেলার দেয়াড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে সজীব হোসেনকে গ্রেফতার করে। সজীব টাকা ছিনতাইয়ের ঘটনা ফাঁস করে দেয়। পরে সজীব আদালতে বিজ্ঞ বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। সজীব কাজী টিটন ওরফে টোটনের কথা ফাঁস করে দেয়। পুলিশের জিজ্ঞাসার মুখে সজীব আরো বলেন টোটনের সাথে আরো একজন ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here