যশোরে আইনজীবীসহ ৫ জনের নামে থানায় মামলা

0
390

বিশেষ প্রতিনিধি : জামে মসজিদের নাম করণ নিয়ে পূর্বের শত্রুতার কারনে প্রকাশ্যে মোটর সাইকেল দিয়ে চাপা দেওয়ার ঘটনায় মারপিট ও নগদ টাকা লুটের অভিযোগে একজন আইনজীবী ও তার সহোদর এবং ভাইপোদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের সদুল্যাপুর গামের মহাসিন আলী মোল্যার ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করেছে। এরা হচ্ছে, সদুল্যাপুর গ্রামের মৃত শেখ মুজিবর রহমানের ছেলে আইনজীবী আমিনুল ইসলাম,তার সহোদর আছাদুজ্জামান বাদশা,ভাইপো হাবিবুর রহমান বুলু,অপু ও দিপু।
মিজানুর রহমান তার দায়েরকৃত এজাহারে বলেছেন, আসামীদের সাথে সদুল্যাপুর জামে মসজিদের নাম করণ নিয়ে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে আসামীরা মোটর সাইকেল দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগে কোতয়ালি থানায় আসামীদের নামে সাধারণ ডাইরী ভূক্ত করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭ টায় মিজানুর রহমানের ভাই আল আমিন বাড়ি হতে মেইন রোডে উঠার সময় উক্ত আসামীরা বেপরোয়াভাবে চাপা দিয়ে মৃত্যু ঘটানোর চেষ্টা করে। এসময় আল আমিন রক্ষা পেলেও সেখানে তাদের আত্মীয় আব্দুল খালেক বেগকে আসামীরা এলোপাতাড়ীভাবে মারপিট করে তার কাছে থাকা ব্যবসায়ী নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আল আমিন ঠেকাতে এলে তাকেও মারপিট করে। আল আমিনের চিৎকারে আসামীরা দ্রুত সটকে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here