যশোরে ইয়াবা স্পিরিট গাঁজাসহ গ্রেফতার ৭

0
486

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা ,পুরাতন কসবা ফাঁড়ী, চাঁনপাড়া ও নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক সার্কেলের সদ্যরা পৃথক অভিযান চালিয়ে ৮শ’ ১২ পিস ইয়াবা,৩লিটার রেকটিফাইট স্পিরিট, ৫০ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়েছে। এ ঘটনায় ৭ মাদক বহনকারীকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার কচুয়া (ঘাট কুল পাড়া) মৃত আজাদ হাওলাদারের মেয়ে মৌসুমী আক্তার কাকলী,বালিয়াডাঙ্গা মান্দারতলার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে ফজলুর রহমান ওরফে চুক্কি,বেজপাড়া বিহারী কলোনী মিন্টু মিয়ার ছেলে বাপ্পা মিয়া, সদর উপজেলার বিরামপুর কালীতলা বর্তমানে শহরের ঘোপ নওয়াপাড়া রোড পান্নু মিয়ার বাড়ির ভাড়াটিয়া সানাউল্লাহ ওরফে রাজুর ছেলে রায়হান ওরফে কুয়েতী রায়হান ওরফে আকাশ,রেলগেট পশ্চিমপাড়া চাঁচড়ার মৃত মনিরুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম,আর কে মিশন রোডের আব্দুল হামিদ তালুকদারের ছেলে হাবিবুর রহমান ও শহরের খালদার রোড আব্বাস মিয়ার বরফ কল এলাকার পল্টি বুড়ির বাড়ির ভাড়াটিয়া স্থায়ী সুজলপুর মাঠপাড়ার কাঞ্চন সরদারের ছেলে আমির হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয় ক অঞ্চলের সদস্যরা রোববার দুপুর আড়াইটায় শহরের বড় বাজার আলুপট্টি ৮ নং গলির আমির হোসেনের দোকান ঘেরাও করে। সেখানে দোকানের মধ্যে রাখা অবৈধ ২ বোতলে ৩লিটার রেকটিফাইট স্পিরিটসহ তাকে গ্রেফতার করে। অপর দিকে, কোতয়ালি মডেল থানা পুলিশ দুপুর ১২ টা ৫০ মিনিটে শংকরপুর আশ্রম রোড জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে থেকে হাবিবুর রহমানকে ৫২পিস,বেলা সাড়ে ১১ টায় রেলরোড সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়েরসামনে থেকে রফিকুল ইসলামকে ১শ’ পিস,নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা দুপুর পৌনে ২ টায় কচুয়া ঘাটকুল পাড়াস্থ মৌসুমী আক্তার কাকলীর বাড়ি ঘেরাও করে ৬০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।এছাড়া, চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা বেলা ১১ টা ১০ মিনিটে সদর উপজেলার বালিয়া ডাঙ্গা মান্দারতলার ফজলুর রহমান চুক্কির বাড়ি হতে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে, কোতয়ালি মডেল থানা পুলিশ শনিবার দুপুর সাড়ে ১২ টায় শহরের বেজপাড়া মেইন রোড পাওয়ার হাউজের প্রবেশ গেটের সামনে থেকে বাপ্পা মিয়াকে ১শ’ পিস ও পুরাত কসবা ফাঁড়ি পুলিশ রোববার গভীর রাত সাড়ে ১২ টায় শহরের দড়াটানা বকুলতলা বঙ্গবন্ধু ম্যুরালের পশ্চিম পাশে গরীব শাহ মাজারের সামনে থেকে রায়হান ওরফে কুয়েতী রায়হান ওরফে আকাশকে ৫শ’পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় তার সহযোগী শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ জোড়া কুটির ভাড়াটিয়া আব্দুল আজিজের ছেলে প্লাবন পালিয়ে যায় বলে পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের এটিএসআই সিরাজুল ইসলাম জানিয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here