যশোরে ঈদের জামাতে মুসলিম উম্মাহ’র শান্তি কামনা

0
484

নিজস্ব প্রতিবেদক :  এবার যশোর পেীরসভার উদ্যোগে যশোর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৮ টায় এই জামাতে হাজার হাজার মুসল্লী অংশ নেন। গত কয়েক বছর বৈরী আবহাওয়ার কারণে যশোর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা। এসব দিক বিবেচনা করে এবার পুরো ঈদগাহ ত্রিপল দিয়ে ছেয়ে ফেলা হয়। ফলে মাঠে কাদা-পানি ছিল না। মুসল্লিদের সুবিধার জন্য পুরো মাঠজুড়ে দুইশরও বেশি সিলিং ফ্যান টানানো হয়। মাঠে বসানো হয় সিসি ক্যামেরা। সারিবদ্ধ ভাবে মাঠে মুসল্লীরা প্রবেশ করেন। জামাজ শেষে মুসলিম উম্মাহ’র শান্তি কামনা ছাড়াও মায়ানমারের মুসলিম নাগরিকদের জন্য বিশেষ দোয়া করা হয়।

যশোর ঈদগাহ ময়দান ছাড়াও শহরের কারবালা জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হয়। যশোর উপশহর মার্কাজ মসজিদ, উপশহর ঈদগাহ, আমিনিয়া আলিয়া মাদরাসা, দড়াটানা মসজিদ, চৌরাস্তা জামে মসজিদ, পুলিশ লাইন মসজিদ, রেলগেট মসজিদে ঈদের বড় জামাতগুলো অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here