যশোরে ঈদের বাজারে গরুর মাংস ব্যবসায়ীরা বেপরোয়া

0
704

এম আর রকি : যশোরে ঈদের কয়েকদিন পূর্ব থেকে মাংসের বাজার চড়া করে ব্যবসায়ীরা ক্রেতাদের পকেট থেকে অধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। সরকারের নির্ধারিত মূল্যকে তোয়াক্কা না করে যশোরে কতিপয় মাংস ব্যবসায়ীরা কেজি প্রতি ৫০ থেকে ১শ’ টাকা বেশী বাড়ি দিয়েছে। মাংস ব্যবসায়ীদের হাতে ক্রেতাগণ জিম্বি হয়ে পড়েছেন। তাছাড়া,মাংস ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে চড়া মূল্যে দাম হাকিয়ে নিয়ে খাবার অনুপযোগী মাংস বিক্রি করে লাভবান হয়েছেন। এ তথ্য বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের।
নাম প্রকাশ না করার শর্তে যশোর শহরের কাঠেরপুল,রেলষ্টেশন,রাজারহাট এলাকার কয়েকজন গরু ও ছাগলের মাংস ব্যবসায়ীরা জানান,তাদের মধ্যে কথিত মাংস ব্যবসায়ী নেতা দাবিদার ব্যক্তিরা হঠাৎ করে সরকারের বেধে দেওয়া মূল্যকে তোয়াক্কা না করে কেজি প্রতি প্রথম দফায় ৫০ টাকা দাম বেশী হাকিয়ে ক্রেতাদের পকেট কাটতে শুরু করে। রোজার শেষ কয়েকদিন এ অবস্থা বিরাজ করার পর হঠাৎ ঈদের দুই দিন পূর্ব থকে কেজিতে ১শ’ টাকা বেশী দাম হাকিয়ে নিতে শুরু করে। সরকারের নির্ধারিত গরুর মাংস প্রতি কেজি ৫শ’ টাকার নীচে ঢাকার বাইরে থাকলেও তারা এই নিয়ম কিছুদিন মানার পর তারা ইচ্ছা মাফিকভাবে ক্রেতাদের পকেট কাটার জন্য কেজিতে ১শ’ টাকা বেশী দাম হাকাতে শুরু করে। খোঁজ নিয়ে জানাগেছে,যশোর শহরের কাঠেকপুল এলাকায় গড়ে ওঠা গরু মাংস ব্যবসায়ীরা ঈদের এক সপ্তাহ পূর্ব থেকে কেজি প্রতি ৫শ’ টাকা হারে বিক্রি করতে করতে হঠাৎ সাড়ে ৫শ’ টাকা বিক্রি শুরু করে। ঈদের দিন থেকে কেজি প্রতি ৬শ’ টাকা হারে বিক্রি করতে শুরু করে। ক্রেতাদের জিম্মি করে যশোরে অসাধু মাংসব্যবসায়ীরা কেজিতে দাম বাড়িয়ে দিয়ে পকেট কাটতে শুরু করে।তাছাড়া,যে মূল্যে তারা গরুর মাংস বিক্রি করেছে। তাতে দেশী গরুর মাংস দেওয়া কথা থাকলেও তারা তা না করে ভারত থেকে চোরাপথে গরুর মাংসা কিনে চড়া মূল্যে বিক্রি করেছে। ভারত থেকে কেজি প্রতি ২শ’ থেকে ২শ’ ২০ টাকা দামে কিনে এনে সাড়ে ৫শ’ থেকে ৬শ’ টাকা কেজি দরে বিক্রি করেছে। তাছাড়া,জবাই করার অনুপযোগী গরু জবাই করে দেশী গরু দাবি করে গাভী,বকনা,রোগাকান্ত গরু জবাই করে বিক্রি করেছে। অবিলম্বে এ ব্যাপারে পদক্ষেপ নিতে যশোরে সর্বস্তরের মানুষ প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here