যশোরে উদ্ধারকৃত ৯ রোহিঙ্গাকে উখিয়া ক্যাম্পে পাঠানোর উদ্যোগ

0
347

বিশেষ প্রতিনিধি: যশোর কোতয়ালি মডেল থানা পুলিশের হাতে উদ্ধার হওয়া ৯ রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুদেরকে কক্সবাজারের উখিয়া শরনার্থী শিবিরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোতয়ালি থানা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনের একটি টিম রোহিঙ্গাদের নিয়ে উখিয়ার উদ্দেশ্যে রওনা হয়। বুধবার বিকেলে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকার সৌদিয়া পরিবহন কাউন্টারের সামনে থেকে তাদের উদ্ধার করা হয়। যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া নারী পুরুষ ও শিশুসহ ৯ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ায় শরনার্থী ক্যাম্পে পাঠানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। দুপুরে কোতয়ালি থানা পুলিশ গাড়িতে করে উখিয়ার উদ্দেশ্যে রওনা হয়। তাদের সেখানে রেখে আসা হবে। উদ্ধারকৃতরা হলেন মিয়ানমারের বাসিন্দা তফুর আলম (৪০) ও তার স্ত্রী মুর্শিদা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন আক্তার (৯), ছেলে রিয়াজুল ইসলাম (৭), মেয়ে তাসনিম আক্তার (৫), ছেলে সাইফুল ইসলাম (৩বছর ৬ মাস) ও সাহিদুল ইসলাম (৯ মাস) এবয় তফুর আলমের ভাইজি জান্নাত আরা (২০) ও তার ছেলে হামিদ হুসান (৯মাস)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here