যশোরে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে ৯০ হাজার টাকা নিয়ে টালবাহনা গ্রেফতার ২

0
431

বিশেষ প্রতিনিধি : চলতি বছরের এইচ এস সি পরীক্ষায় এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে এক কলেজ শিক্ষার্থীর কাছ থেকে ৯০ হাজার টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে দুই প্রতারকের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যশোরে মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলাম প্রান্ত বাদি হয়ে শুক্রবার মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে, মাগুরা জেলার শালিখা বাজার এলাকার হাকিরেম ছেলে মোঃ জাকারিয়া ওরফে শাওন ও যশেঅর নতুন উপশহর এফ ব্লক বাসা নং ১১৫ এর মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল হালিম ওরফে তপন। পুলিশ দুই প্রতারকদ্বয়কে গ্রেফতার করেছে।
সাইফুল ইসলাম প্রান্ত জানান,সে যশোর একটি ছাত্রাবাসের প্রতারক জাকারিয়া শাওনের সাথে এক সাথে থাকার সুবাদে পরিচয়। পরবর্তীতে শাওন আব্দুল হালিম তপনের সাথে সাইফুল ইসলামের পরিচয় করে দেয়। প্রান্ত চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহনের কথা বলে প্রতারকদ্বয় তাকে এ প্লাস পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায়। এ প্লাস করে দেওয়ার বাবদ ৯০ হাজার টাকা দাবি করে। প্রতারকদের কবলে পড়ে গত ৯০ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর সাইফুল ইসলাম প্রান্ত শাওন ও তপনের সাথে যোগাযোগ করলে তারা টাকা ফেরত দেওয়ার কথা বলে। পরবর্তীতে তারা প্রান্তকে জানান টাকা ফেরত দিবে না। প্রান্ত বিষয়টি থানা পুলিশের কাছে অভিযোগ করে। থানা পুলিশ অভিযোগ নাম এজাহার হিসেবে নিয়ে শাওন ও প্রান্তকে গ্রেফতার করে। পরে তাদেরকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here