যশোরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সংবর্ধনা ও আলোচনায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

0
789

গুণীজনদের সম্মান না দিলে গুণীজন তৈরী হয় না

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছে,সমাজকে স্বশিক্ষিত ও উন্নয়ন করতে হলে সমাজ ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে।সেই লক্ষে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করে সমাজ ব্যবস্থাপনা পরিবর্তন আনতে হবে।সামজে য়ারা সম্মানী কাজ করে তাদের অব্যশই সম্মান করা উচিত।গতকাল যশোর জেলা একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত যশোরে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় অভয়নগর উপজেলা মাগুরা গ্রামের শান্তিলতা ঘোষের সংবর্ধনা শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির সহ-সভাপতি বঙ্গবন্ধ অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ড.দীপু মনি ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের প্রতি মন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।
শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি আরো বলেন,মহসী নারী শান্তিলতা আমাদের মানবতার শিক্ষা দিয়েছেন।আমাদের উচিত তার কাজ থেকে শিক্ষা নিয়ে সমাজ ও দেশের জন্য কাজ করা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য,যে স্কুলের জন্য তিনি সর্বস্ব দান করেছেন সেই স্কুল তার দায়িত্ব নেয়নি।এই সমাজকেই শান্তিলতার দায়িত্ব নিতে হবে।কারণ তিনি প্রতিদানের জন্য সর্বস্ব দান করেননি।কিন্তু আমাদের দায় আছে।সেই দায় আমাদের পালন করতে হবে।এসময় ডা.দীপু মনি মাগুরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে শান্তিলতা ঘোষের নামে এবং একটি বহুতল ভবন করে শান্তিলতার ঘোষের বাবার নামে নামকরণের ঘোষণা দেন।
এর আগে মহসী নারী শান্তিলতা ঘোষের হাতে সম্মাননা ক্রেস্ট ও সম্মানি ৫০ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ দীপু মনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন একাত্তের ঘাতক দালাল নির্মূল কেন্দ্র কমিটির
সাধারণ সম্পাদক কাজী মুকুল,একাত্তের ঘাতক দালাল নির্মূল চিকিৎসা সহায়ক কমিটির সভাপতি ডাঃ উত্তম কুমার বড়–য়া,কমিটির সদস্য হারুন অর রশিদ,শিক্ষাবিদ তারাপদ দাস,১ নং প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন প্রমুখ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here