যশোরে এক ইজিবাইক চালককে অচেতন করে ইজিবাইক নিয়ে লাপাত্তার অভিযোগ

0
432

বিশেষ প্রতিনিধি: ‍প্রকাশ্যে আব্দুল্লাহ আল মামুন (৪৫) নামে এক ব্যক্তির চোখে মুখে অচেতন করার দ্রব্য লাগিয়ে দিয়ে দেড়লাখ টাকা মূল্যের ইজিবাইক নিয়ে গেছে দূর্বত্তদের একটি চক্র। অচেতন অবস্থায় আব্দুল্লাহ আল মামুনকে প্রথমে কেশবপুর স্বাস্থ্যকমপ্লেক্সে পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর মনিরামপুর উপজেলার পার খাজুরা নেয়ালী গ্রামের তমছের আলী মোড়লের ছেলে কলেজ শিক্ষক নজরুল ইসলাম জানান,তার বড় ভাই আব্দুল্লাহ আল মামুন কিছুদিন পূর্বে যশোর রংধনু বোরাক শো’রুম থেকে দেড় লাখ টাকা দিয়ে একটি ইজিবাইক ক্রয় করেন। ইজিবাইক ক্রয় করে যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলা শহরের বিভিন্ন সড়কে চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১ অক্টোবর সকাল ১০ টায় আব্দুল্লাহ আল মামুনের ইজিবাইকে যাত্রীবেশে ৩ জন দূর্বত্ত ওঠে। তারা কেশবপুর হাসপাতালের মোড় থেকে ভাড়া নিয়ে যাওয়ার এক পর্যায় ইজিবাইক চালক আব্দুল্লাহ আল মামুনের নাকে ও চোখে অচেতন করার দ্রব্য মাখিয়ে দেয়। মূর্হুতের মধ্যে আব্দুল্লাহ আল মামুন কিছুক্ষনের মধ্যে জ্ঞান হারিয়ে পাশ্ববর্তী স্থানে পড়ে যায়। দূর্বৃত্ত চক্রটি ইজিবাইক নিয়ে চম্পট দেয়। পড়ে থাকা আব্দুল্লাহ আল মামুনকে কেশবপুর হাসপাতালের মোড়ের অদূরে পড়ে থাকতে দেখে জনৈক নারী তাকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রোগীর অবস্থা আশংকা জনক মনে করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। আব্দুল্লাহ আল মামুনকে ১ অক্টোবর রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে বুধবার সকাল পর্যন্ত তিনি অচেতন ছিলেন বলে সহোদর নজরুল ইসলাম জানিয়েছেন। এ ঘটনায় কেশবপুর থানায় মৌখিক এজাহার দায়ের করেছেন তিনি। নজরুল ইসলাম আরো জানিয়েছেন,নিয়ে যাওয়া ইজিবাইকের সন্ধান কেউ পেলে তাহলে তার ব্যবহৃত ০১৭২৪৭০৭৮২৬ নাম্বারে খোঁজ দিতে বিনীত অনুরোধ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here