যশোরে এক ভূয়া এসআইকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ

0
316

বিশেষ প্রতিনিধি: শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় পুলিশের ভূয়া এসআই মোঃ বাকী বিল্লা ওরফে কাওছারকে জনগণ ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে ফরিদপুর জেলার নগর কান্দা উপজেলার কান্দি গ্রামের মৃত মাজেদ মাতুব্বরের ছেলে। পুলিশ জানায়,মো: বাকী বিল্লাহ দেশের বিভিন্ন জেলা শহরে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে মোটর সাইকেল চুরিসহ নানা অপরাধ মূলক কর্মকান্ড চালানোর অভিযোগ রয়েছে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ জানান,রোববার সকালে শহরের শংকরপুর বাবলাতলা জনৈক মোঃ মুকুলের চায়ের দোকানের সামনে মো: বাকী বিল্লাহ ওরফে কাওছার নিজেকে ডিবি পুলিশের এসআই পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা মূলক কর্মকান্ড ঘটানোর জন্য এসআই র‌্যাংক ব্যাজ পরিহিত পোশাক পরা ছবি দেখায়। বেনাপোল থেকে আসা পাসপোর্ট যাত্রীদের ল্যাগেজ তল্লাশী কার্যক্রম শুরু করলে স্থানীয় জনগনের সন্দেহ হয়। এক পর্যায় জনগণ চ্যালেঞ্জ করার এক পর্যায় বাকী বিল্লা ওরফে কাওছারকে গণ পিটুনী দেয়। খবর পেয়ে চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ ঘটনাস্থলে পৌছে বাকী বিল্লাহকে জনগনের হাত থেকে রক্ষা করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে থানা হাজতে রাখে। থানায় কর্মরত এসআই সুকুমার কুন্ড জানান,২০০৭ সালে উক্ত বাকী বিল্লা ওরফে কাওছার নিজেকে এসআই পরিচয় দিয়ে জনৈক যুবকের মোটর সাইকেল চুরি করে পালাবার কালে গোপাল গঞ্জে ধরা পড়ে। এছাড়া, কুমিল্লাহসহ দেশের বিভিন্ন জেলা শহর ও গ্রাম এলাকায় কখনও এসআই র‌্যাংক ব্যাচ পরিহিতি পোশাক করে নিজেকে এসআই পরিচয় দিয়ে জন সাধারণের কাছ থেকে বিভিন্ন ভাবে মূল্যবান মালামাল নিজ হেফাজতে নিয়ে থানা ও ডিবি কার্যালয়ে দেখা করার কথা বলে পালিয়ে যায়। তাই তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরিসহ একাধিক মামলা রয়েছে। তবে সে পুলিশের কাছে ৩টি চুরি মামলা রয়েছে বলে স্বীকার করে। মো: বাকী বিল্লা ওরফে কাওছারকে আদালতে রোববার দুপুরে চালান দিয়ে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। বাকী বিল্লাহ জামিনে বের হলে সে আর হাজিরা দেবে কিনা সন্দেহ প্রকাশ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোবাহান শরীফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here