যশোরে এক রিকশা চালক তরুনী ও গৃহবধূর আত্মহত্যা

0
364

বিশেষ প্রতিনিধি : রোগ যন্ত্রনা থেকে চিরতরে মুক্তি পেতে রিকশা চালক শুকুর আলী (২৫) ও মোছা মিনা পারভীন (২৬) নামে এক গৃহবধূ এবং প্রেমিক রায়হানের উপর রাগ করে মোছাঃ সুমাইয়া তানভীর নিলুফা (১৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুকুর আলী শহরের নাজির শংকরপুর মাঠপাড়ার শাশের আলীর ছেলে , মোছা মিনা পারভীন সদর উপজেলার কচুয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী এবং সুমাইয়া তানভীর নিলুফা সদর উপজেলার পাঁচ বাড়িয়া গ্রামের চৌধুরীর মেয়ে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মঙ্গলবার তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও নিহতর দুলাভাই জানান,শুকুর আলী রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বছর খানেক পূর্বে একই এলাকার আওয়াল পূব শত্রুতার কারনে ধারালো অস্ত্র দিয়ে শুকুর আলীকে কুপিয়ে জখম করে। এর পর থেকে তার শরীরে নানা রোগের সৃষ্টি হয়। সে বিভিন্ন রোগ যন্ত্রনায় ভূগতে শুরু করে। মঙ্গলবার ১১ জুন বেলা ১১ টায় সে রোগ যন্ত্রনা থেকে চিরতরে মুক্তি পেতে নিজ ঘরের আড়ার সাথে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে। অপর দিকে, একই দিন সকালে কচুয়া গ্রামের মোছাঃ মিনা পারভীন শারীরিক অসুস্থ্যতার কারনে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে। এছাড়া, মঙ্গলবার সকালে সুমাইয়া তানভীর নিলুফা একই এলাকার বেল্লালের ছেলে রায়হানের উপর রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিলুফা রায়হানের কারণে আত্মহত্যা করেছে বলে সুইসাইড নোটে উল্লেখ করেছেন। পুলিশ নিলুফার সুইসাইড নোট উদ্ধার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here